নিজস্ব সংবাদদাতা, দৈনিক সমাচার, নয়াদিল্লি: বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন জামাআতে ইসলামী হিন্দের কেন্দ্রীয় সভাপতি (আমীরে জামাআত) সাইয়েদ সাদাতুল্লাহ হুসাইনি। বাংলাদেশে শান্তি এবং স্থিতিশীলতা পুনঃপ্রতিষ্ঠার জন্য অবিলম্বে কার্যকরী পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন তিনি। সংবামাধ্যমকে দেওয়া এক বিবৃতিতে সাইয়েদ সাদাতুল্লাহ হুসাইনি বলেছেন, “জামাআতে ইসলামী হিন্দ বাংলাদেশে চলমান পরিস্থিতি এবং এর প্রভাব সম্পর্কে গভীরভাবে উদ্বিগ্ন। বাংলাদেশে বর্তমান পরিস্থিতির জন্য হাসিনা সরকারের কর্তৃত্ববাদী ও কঠোর দৃষ্টিভঙ্গি দায়ী। ২০২৪ সালের জানুয়ারি মাসে অনুষ্ঠিত নির্বাচনে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছিল, যার ফলে বিরোধী পক্ষ নির্বাচন বর্জন করেছিল। এর ফলে গণতন্ত্রের ভীত দুর্বল হয়েছে এবং রাজনৈতিক ব্যবস্থায় জনগণের বিশ্বাস কমে গেছে।”
তিনি আরও বলেন, “হাসিনা সরকারের প্রতিশোধের রাজনীতি ও বিরোধী মতের কণ্ঠস্বর দমনের প্রচেষ্টা ছিল অত্যন্ত উদ্বেগজনক। প্রধান বিরোধী নেতাদের অন্যায়ভাবে জেল হেফাজতে পাঠানো, যা গণতান্ত্রিক ব্যবস্থাকে বাধাগ্রস্ত করেছে এবং রাজনৈতিক উত্তেজনা বৃদ্ধি করেছে।” আমীরে জামাআতের কথায়, “প্রতিবাদী ছাত্রদের প্রতি হাসিনা সরকারের প্রতিক্রিয়া যুদ্ধকালীন পরিস্থিতির মতো অত্যন্ত সহিংস এবং দমনমূলক ছিল। জামাআতে ইসলামী হিন্দ বাংলাদেশ সরকারের শীর্ষ কর্মকর্তাদের কাছে আবেদন জানাচ্ছে যে, তারা দেশের শান্তি ও স্থিতিশীলতা পুনঃপ্রতিষ্ঠার জন্য অবিলম্বে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করুক এবং একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করুক, যা জনগণের বিশ্বাস অর্জন করবে।”