নিজস্ব সংবাদদাতা, দৈনিক সমাচার, কলকাতা : লাদাখের নিয়ন্ত্রণ রেখা বরাবর চীনা আক্রমণের তীব্র নিন্দা জানিয়ে শহীদ জওয়ানদের পরিবারের প্রতি সদস্যের গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন জামাআতে ইসলামি হিন্দের পশ্চিমবঙ্গ শাখার সভাপতি মাওলানা আব্দুর রফিক। মাওলানা আব্দুর রফিক এক বিবৃতির মাধ্যমে জানিয়েছেন, চীনা হানাদার বাহিনী ভারতীয় জওয়ানদের উপর কাপুরুষের মত আক্রমণ চালিয়েছে।
তিনি আরও বলেন, চীনা হানাদার বাহিনীর আক্রমণে বাংলার দুইজন বীর সেনানী শহীদ হয়েছেন। দেশের জন্য বাংলার এই সেনাদের আত্মবলিদান দেশবাসী শ্রদ্ধার সঙ্গে মনে রাখবে। সেনাদের দেশরক্ষার জন্য এই আত্মত্যাগ বিফলে যাবেনা।
মাওলানা আব্দুর রফিক বাংলার শহীদ জওয়ানদের পরিবারের প্রতি রাজ্য সরকারের ঘোষিত আর্থিক ক্ষতিপূরণ ও পরিবারে একজনকে চাকরি প্রদানের সিদ্ধান্তকে স্বাগত জানান। মাওলানা রফিক বলেন, চীনা আগ্রাসনের বিরুদ্ধে কেন্দ্রীয় সরকারকে যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে হবে এবং ভারতীয় সেনাদের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করতে হবে। তিনি কেন্দ্রীয় সরকারকে দায়িত্বশীলতার পরিচয় দিয়ে কর্তব্য পালনের জন্য আহ্বান জানান।