Sunday, February 23, 2025
Latest Newsফিচার নিউজরাজ্য

ভোট পরবর্তী অশান্তি রুখতে রাজ্য সরকারকে উপযুক্ত পদক্ষেপ গ্রহণের আহ্বান জামাআতের

নিজস্ব সংবাদদাতা, দৈনিক সমাচার, কলকাতা: ভোট পরবর্তী অশান্তি রুখতে রাজ্য সরকারকে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করতে আহ্বান জানাল জামাআতে ইসলামি হিন্দ। ২০২১ বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষিত হওয়ার পরে রাজ্যের বিভিন্ন এলাকায় অশান্তির সৃষ্টি হয়েছে। এই অশান্তি ও হিংসার কারণে ইতিমধ্যেই অনেকেই প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন অনেকেই। রাজ্যের বিভিন্ন এলাকায় ঘর -বাড়ি ও দোকান-পাট ভাংচুরের ঘটনাও ঘটেছে। এহেন পরিস্থিতিতে ভোট পরবর্তী অশান্তি ও হিংসা রুখতে রাজ্য সরকারকে কার্যকর ও উপযুক্ত পদক্ষেপ গ্রহণ আহ্বান জানিয়েছেন জামাআতে ইসলামি হিন্দের রাজ্য সভাপতি মাওলানা আব্দুর রফিক। তিনি এক বিবৃতিতে বলেন, ভোট পরবর্তী যে অশান্তি রাজ্যের বিভিন্ন প্রান্তে ঘটছে তা অত্যন্ত দুর্ভাগ্যজনক। অবিলম্বে এই অশান্তি বন্ধ হওয়া দরকার। এই অশান্তি রুখতে পুলিশ প্রশাসন তাঁদের দায় এড়াতে পারেনা। তাই প্রশাসনকে এই অশান্তি রুখতে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করতে হবে। এক্ষেত্রে প্রশাসনকে রাজনৈতিক সীমারেখার উর্ধে উঠে কাজ করতে হবে। দলীয় পরিচয়ের কারণে কোন অপরাধী যেন রেহায় না পায় সেটা নিশ্চিত করতে হবে।

মাওলানা আব্দুর রফিক সাহেব আরও বলেন, একটি গোষ্ঠী খুবই পরিকল্পিত ভাবে রাজ্যে অশান্তি সৃষ্টি করতে চাইছে। উস্কানিমূলক বক্তব্যের পাশাপাশি ফেক ভিডিও, ফেক নিউজ ও ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দাঙ্গার পরিস্থিতি তৈরি করতে চাইছে। এদের চিহ্নিত করে দ্রুত গ্রেফতার করে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উস্কানিমূলক বক্তব্য দিয়ে পরিবেশকে অশান্ত করছে এদের বিরুদ্ধে অবিলম্বে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে।

তিনি আরও বলেন, রাজ্যের পুলিশ প্রশাসন, রাজনৈতিক দল ও রাজ্যবাসীর প্রতি শপথ গ্রহণের পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অশান্তি রুখতে যে নির্দেশনা প্রদান করেছেন তা নিঃসন্দেহে সাধুবাদ যোগ্য। কিন্তু তারপরেও যে ভাবে অশান্তি চলছে তা রুখতে আরো কঠোর পদক্ষেপ গ্রহণ করা জরুরি, তা নাহলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে।

রাজ্য সভাপতি আব্দুর রফিক সাহেব জানান, রাজ্যের করোনা পরিস্থিতির দিকের সব থেকে আগে নজর দিতে হবে। এক্ষেত্রে রাজ্য ও কেন্দ্রীয় উভয় সরকারের সমন্বয় অত্যন্ত জরুরি। কিন্তু আমরা লক্ষ্য করছি কেন্দ্রীয় সরকার রাজ্যের জন্য জরুরি ভিত্তিতে ভ্যাকসিন ও অক্সিজেন প্রদান না করে এবং করোনা পরিস্থিতির বিষয়ে কোন কার্যকরী পদক্ষেপ গ্রহণ না করে রাজ্যে নির্বাচন পরবর্তী অশান্তি থেকে রাজনৈতিক ফায়দা হাসিল করতে করতে তৎপর। আর এই জন্য কেন্দ্রীয় টিম রাজ্যে পাঠিয়েছে। এই ধরনের ঘৃণ্য রাজনীতি অবিলম্বে বন্ধ হওয়া দরকার। কারন এখন কেন্দ্রীয় টিমের করোনা চিকিৎসার্থে সাহায্যের জন্য আসা উচিত ছিলো, মানুষের দুরাবস্থা নিরসনে উপযুক্ত পদক্ষেপ নেওয়ার উদ্যোগী হওয়া দরকার ছিলো। কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে কেন্দ্রীয় সরকার তা করছে না। রাজ্যের অশান্তি ও হিংসাতে নিহত ও আহতদের পরিবারের জন্য উপযুক্ত ক্ষতিপূরণের জন্য রাজ্য সরকারের কাছে দাবি জানিয়েছেন মাওলানা আব্দুর রফিক।

 

Leave a Reply

error: Content is protected !!