নিজস্ব সংবাদদাতা, দৈনিক সমাচার, উলুবেড়িয়া: বিনামূল্যে অক্সিজেন সিলিন্ডার বিতরণনের উদ্যোগ নিল জামাআতে ইসলামি হিন্দ। রাজ্যজুড়ে বিভিন্ন জায়গায় বিনামূল্যে অক্সিজেন সিলিন্ডার বিতরণনের উদ্যোগ নিয়েছে জামাআত। শনিবার হাওড়া জেলা জামাআতে ইসলামি হিন্দের উদ্যোগে উলুবেড়িয়ার সোসাইটি আপ্লিমেন্ট সেন্টারে বিনামূল্যে অক্সিজেন সিলিন্ডার বিতরণ কেন্দ্রের উদ্বোধন করা হল। জেলার কোভিড আক্রান্ত রোগীর অক্সিজেনের অভাব পূরণে যথাসাধ্য সহযোগিতা করার লক্ষ্যে এই সেন্টারের উদ্বোধন বলে জানান সহকারী জেলা নাজিম জুলফিকার আলি মোল্লা।
সেন্টারের উদ্বোধন করেন উলুবেড়িয়া পূর্বের বিধায়ক বিদেশ বসু ও জামাআতের রাজ্য সভাপতি আব্দুর রফিক। উদ্বোধন প্রাক্কালে বিদেশ বসু তাঁর সংক্ষিপ্ত বক্তব্যে জামাআতের এই কাজের ভূয়সী প্রশংসা করেন। তিনি প্রতিশ্রুতি দেন আগামী দিনেও জামাআতের কাজে সহযোগিতা করবেন। এই সময় তিনি মনে করিয়ে দেন ভোটে জেতার আগেও জামাআতকে এই প্রতিশ্রুতি তিনি দিয়ে ছিলেন।
জামাআতে-র রাজ্য সভাপতি আব্দুর রফিক বলেন, মানবতার স্বার্থে জামাআত সারা ভারতে এই কাজ করছে। অতীতের নবী, রসুলগন সমসাময়িক কালের সংকটে মানুষের পাশে দাঁড়িয়েছেন।
জেলা নাজিম নূর আহম্মদ মোল্লা বলেন, জেলায় ১৫০ জন জামআত কর্মী সর্বক্ষনের জন্য প্রস্তুত আছে এই জন সেবার কাজে সহযোগিতার জন্য। রাজ্যের দাওয়াত সম্পাদক সাদাম মাসুম, প্রাক্তন রাজ্য সভাপতি রহমত আলি খাঁন, সোস্যাল মিডিয়া ইন্চার্য মুস্তাফিজুর রহমান সহ আরও অনেকে এই সভায় উপস্থিত ছিলেন।