নিজস্ব সংবাদদাতা, দৈনিক সমাচার, ধুলিয়ান: রাজ্যজুড়েই ফ্রি অক্সিজেন সেন্টার পরিষেবা চালু করেছে জামাআতে ইসলামি হিন্দ। এবার মুর্শিদাবাদের বাসুদেবপুরে ফ্রি অক্সিজেন সেন্টার চালু করল জামাআত। এদিন উপস্থিত ছিলেন সামসেরগঞ্জের বিদায়ী বিধায়ক আমিরুল ইসলাম মহাশয়, জামাআতের সহকারী জেলা নাজিম আব্দুল্লাহি কাফি, ব্লক নাজিম মাস্টার ওয়াকিল আহমেদ সাহেব, প্রধান শিক্ষক বোদরুল ইসলাম, সাহেবনগর হাইস্কুল এর সহকারী শিক্ষক মতিউর রহমান সহ এলাকার বিশিষ্ট জনেরা। ইতিমধ্যে পরিষেবা দেওয়া শুরু হয়েছে বলে জানান জামাআত নেতৃত্ব।