নিজস্ব সংবাদদাতা, দৈনিকসমাচার, হাসনাবাদ : জামাআতে ইসলামি হিন্দ পশ্চিমবঙ্গ শাখার উদ্যোগে ঘূর্ণিঝড় আমফানে ক্ষতিগ্রস্ত দক্ষিণ বঙ্গের বিভিন্ন স্থানে ‛কমিউনিটি কিচেন’ চালু করা হয়েছে। আজ উত্তর ২৪ পরগনার হাসনাবাদ এর পাটুলি (খানপুর দক্ষিণপাড়া), পাটুলি (খানপুর উত্তরপাড়া), জয়গ্রাম, দাদন পুর ফ্লাড সেন্টার এই ৪টি জায়গায় কমিউনিটি কিচেন চালু করা হয়েছে।
প্রতিদিন প্রায় ১ হাজার দুর্গত মানুষের খাবার ব্যবস্থা করা হয়েছে এই ৪ টি কমিউনিটি কিচেনে। আজ এই কমিউনিটি কিচেনগুলিতে উপস্থিত ছিলেন জামাআতে ইসলামি হিন্দের রাজ্য সম্পাদক মন্ডলীর অন্যতম সদস্য সাদাব মাসুম, মাহবুর আলী, উত্তর ২৪ পরগনার জেলা সভাপতি মাওলানা রফিকুল ইসলাম সাহেব প্রমুখ।
উল্লেখ্য জামাআতে ইসলামি দক্ষিণ বঙ্গের সমস্ত ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণের কাজ শুরু করেছে। জামাআতের রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য সাদাব মাসুন জানিয়েছেন, অন্যান্য ক্ষতিগ্রস্ত এলাকাতেও জামাআত একই রকম ভাবে রিলিফের কাজ করে চলেছে।