মিজানুর রহমান, দৈনিক সমাচার, মুর্শিদাবাদ: বর্তমানে পণ প্রথা বহুল প্রচলিত একটি সামাজিক ব্যাধি। পণের কারণে অনেক সংসার তছনছ হয়ে যাচ্ছে। খবরের কাগজ খুললেন নিত্য দিনের শিরোনাম পণের বলি চোখে পড়বে। তাই সমাজকে পণ প্রথা থেকে মুক্ত করতে এবং বিনা পণে যুবক যুবতীদেরকে বিহাবে আগ্ৰহী করে তুলতে। গণবিবাহের আয়োজন করল ইসলামীক ও সামাজিক সংগঠন জামাআত ই ইসলামী হিন্দ।
শুক্রবার মুর্শিদাবাদ জেলার সামসেরগঞ্জের চাচন্ড বি জে হাইস্কুলে জামাআতের উদ্দোগে বিনা পণে ২৭ জোড়া যুবক যুবতীর বিবাহ সম্পন্ন হয়। পণ মুক্ত সমাজ গড়তে সংগঠনের পক্ষ থেকে প্রত্যেক পাত্রীকে ১২ গ্ৰাম ওজনের সোনা দেওয়া হয়। এছাড়াও পাত্র পাত্রীকে বিবাহের পোশাক ও কিছু টাকা দেওয়া হয়। জামাআতের এমন উদ্দ্যোগে প্রসংশায় পঞ্চমুখ স্থানীয় সহ নেটিজেনরা।