Sunday, February 23, 2025
Latest Newsফিচার নিউজরাজ্য

এমআর বাঙ্গুর হাসপাতালে পিপি কিটস প্রদান করল জামাআত

নিজস্ব সংবাদদাতা, দৈনিক সমাচার, কলকাতা: জামাআতে ইসলামি হিন্দের পশ্চিমবঙ্গ শাখার উদ্যোগে কলকাতার বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতালে পিপি কিটস প্রদান করার সিদ্ধান্ত নিয়েছে। আজ তার অংশ হিসেবে কলকাতার এম আর বাঙ্গুর হাসপাতালে পিপি কিটস প্রদান করা হল।

জামাআতের রাজ্য বিভাগীয় সম্পাদক সাদাব মাসুমের নেতৃত্বে এক প্রতিনিধি দল এমআর বাঙ্গুর হাসপাতাল এর সুপারের হাতে এই পিপি কিটস তুলে দেয়। প্রতিনিধিদলে ছিলেন রাজ্য জনসংযোগ বিভাগের সহকারি সুজাউদ্দিন আহমেদ, রাজ্য দপ্তর সম্পাদক সাবির আলি প্রমুখ।

জামাআতে ইসলামি হিন্দের রাজ্য সভাপতি মাওলানা আব্দুর রফিক সাহেব জানিয়েছেন, করোনা ভাইরাসে আক্রান্তদের চিকিৎসার জন্য বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতালের ডাক্তাররা যে ভাবে নিজেদের জীবনকে বাজি রেখে ময়দানে কাজ করছেন তাতে আমরা গর্বিত। তিনি আরও বলেন, ডাক্তাররা যাতে আরো ও বেশি করে মানবতার সেবায় নিয়োজিত হোন সেইজন্য উৎসাহিত করার উদ্দেশ্যে এই উদ্যোগ।

 

Leave a Reply

error: Content is protected !!