নিজস্ব সংবাদদাতা, দৈনিক সমাচার, কলকাতা : আজ লোকসভায় পাস হয়ে গিয়েছে নাগরিকত্ব সংশোধনী বিল (ক্যাব)। এই বিলের বিরোধিতা করে আজই কলকাতা প্রেস ক্লাবে জামাআতে ইসলামী হিন্দের উদ্যোগে রাজ্যের গণ সংগঠন ও বিশিষ্ট ব্যক্তিবর্গ সাংবাদিক সম্মেলন আয়োজন করে।
আমাদের সব খবর পড়ুন এইবার মোবাইল অ্যাপে। ডাউনলোড করুন বাংলার সেরা নিউজ অ্যাপ
প্রেস ক্লাবের সাংবাদিক সম্মেলনে আলোচনা রাখেন জামাআতে ইসলামী হিন্দের পশ্চিমবঙ্গ শাখার সভাপতি মাওলানা আব্দুর রফিক, কবি ও সাহিত্যিক প্রসূন ভৌমিক, অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল’ বোর্ডের সদস্য মাওলানা আবু তালিব রহমানী, বিশিষ্ট শিয়া আলিম মেহেদী হাসান, এফডিসিএ-এর আব্দুল আজিজ, এপিসিআর-এর আব্দুস সামাদ, এসআইও-র রাজ্য সভাপতি ওসমান গনি, জামাআতের রাজ্য সম্পাদক মসিউর রহমান, মিডিয়া সম্পাদক মশিহুর রহমান, রাজ্য বিভাগীয় সম্পাদক সাদাব মাসুম প্রমুখ।
এ দিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত নেতৃত্ব ক্যাবকে রিজেক্ট করার আহ্বান জানান। লোকসভায় পাস হলেও রাজ্যসভাতে যাতে এই বিলের বিপক্ষে রাজ্যের সাংসদরা ভোট প্রদান করে সেই আহ্বান জানানো হয়। এনআরসি-এর বিরোধিতাও আজকের প্রেস মিট থেকে করা হয়। রাজ্যজুড়ে বিভিন্ন গণ সংগঠন ও শুভ বুদ্ধি সম্পন্ন নাগরিকদের নিয়ে এর বিরুদ্ধে জনমত তৈরি ও এর বিরুদ্ধে সম্মিলিত আন্দোলন গড়ে তোলার ডাক এইদিনের প্রেস মিট থেকে জানানো হয়।
সব খবর পড়তে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন – এখানে ক্লিক করুন