নিজস্ব সংবাদদাতা, দৈনিক সমাচার, কলকাতা: নিট পরীক্ষার্থীদের অসুবিধার জন্য আগেই রাজ্য সরকারের কাছে লকডাউন প্রত্যাহারের আবেদন জানিয়েছিল জামাআতে ইসলামি হিন্দ। আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ১২ সেপ্টেম্বর লকডাউন প্রত্যাহার করার ঘোষণা দিয়েছেন। রাজ্য সরকারের সেই সিদ্ধান্তকে স্বাগত জানাল জামাআত।
জামাআতে ইসলামি হিন্দের পশ্চিমবঙ্গ শাখার সভাপতি মাওলানা আব্দুর রফিক বলেন, নিট পরীক্ষার্থীদের পরীক্ষা আগামী ১৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। সেই বিবেচনায় পরীক্ষার্থীদের অসুবিধার জন্য আমরা সরকারের কাছে লকডাউন প্রত্যাহার করার আবেদন জানিয়েছিলেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লকডাউন প্রত্যাহার করার ঘোষণা দিয়েছেন, আমরা এই সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছি। আশা করা যায় নির্বিঘ্নে নিট পরীক্ষার্থীরা পরীক্ষা দিতে পারবেন।