নিজস্ব সংবাদদাতা, দৈনিক সমাচার, কলকাতা : শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন জামাআতে ইসলামী হিন্দ পশ্চিমবঙ্গ শাখার নেতারা। সংগঠনের রাজ্য সম্পাদক মসিউর রহমানের নেতৃত্বে একটি প্রতিনিধিদল শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করে। জামাআতে ইসলামী হিন্দ রাজ্য জুড়ে মানবতার মুক্তি দূত হযরত মুহাম্মদ (সাঃ) শিরোনামে যে সীরাত ক্যাম্পেইন পরিচালনা করছে তারই অংশ হিসাবে এই সাক্ষাৎ।
এদিন রাজ্য ও দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনা করেন জামাআত নেতারা। এছাড়া মুর্শিদাবাদে দ্রুত বিশ্ববিদ্যালয় স্থাপনের কথাও বলেন তাঁরা। জামাআতের ওই প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন সহকারী জনসংযোগ সম্পাদক সুজাউদ্দিন আহমেদ, রাজ্য দফতর সম্পাদক সাবির আলী প্রমুখ। সাক্ষাৎ শেষে নবী মুহাম্মদের (সাঃ) জীবনী গ্রন্থ শিক্ষামন্ত্রীর হাতে তুলে দেন মসিউর রহমান।
সব খবর পড়তে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন – এখানে ক্লিক করুন