দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : জামিয়া মিলিয়া ইসলামিয়ায় ছাত্রদের উপর ঘটে যাওয়া নির্মম হামলার একটি ভিডিও প্রকাশ্যে এসেছে। জামিয়া কো-অর্ডিনেশন কমিটি নিজেদের ট্যুইটার হ্যান্ডেল থেকে একটি ভিডিও শেয়ার করেছে, ভিডিওতে দেখা যাচ্ছে লাইব্রেরীতে পাঠরত ছাত্রদের উপর জোর খাটাচ্ছে পুলিশ।
ভিডিওতে পরিস্কার দেখা যাচ্ছে যে, লাইব্রেরীতে ছাত্ররা পড়ছিল, হঠাৎ পুলিশ এসে তাঁদের উপর লাঠিচার্জ করা শুরু করে দেয়। জামিয়া কো-অর্ডিনেশন কমিটির দাবি, ছাত্রদের উপর পুলিশি বর্বরতা করা হয়েছে। ভিডিওতে আরও দেখা গিয়েছে, একজন ছাত্রকে কয়েকজন পুলিশকর্মী ধরে পেটাচ্ছেন।
দাবি করা হচ্ছে, ভিডিওটি গত ১৫ ডিসেম্বরের। সেদিন জামিয়া উত্তপ্ত হয়ে উঠেছিল। জামিয়া কো-অর্ডিনেশন কমিটির কথায়, এই ভিডিওটি আসলে লাইব্রেরীর সিসিটিভি ফুটেজ। ভিডিওতে পুলিশি বর্বরতা পরিস্কার দেখা যাচ্ছে। অন্যদিকে দিল্লি পুলিশের সঙ্গে ভিডিওতে কিছু মুখ ঢাকা সন্ত্রাসীদেরও দেখা গিয়েছে।
সব খবর এইবার আপনার হোয়াটসঅ্যাপে! আমাদের গ্রুপে যুক্ত হোন বিনামূল্যে
আমাদের সব খবর পড়ুন এইবার মোবাইল অ্যাপে। ডাউনলোড করুন বাংলার সেরা নিউজ অ্যাপ