Thursday, March 13, 2025
Latest Newsদেশফিচার নিউজ

করোনা আতঙ্কের মাঝেও চলছে রাজনীতি! দিল্লি হিংসায় জড়িত থাকার অভিযোগে গ্রেফতার জামিয়ার ছাত্র

ছবি : সংগৃহিত

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : করোনা আতঙ্কে যখন জেরবার গোটা দেশ, তখন দিল্লি হিংসায় জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করা হল জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের পিএইচডি-র এক ছাত্র মিরন হায়দারকে। অভিযোগ, দিল্লি হিংসার ঘটনাতে জড়িত ছিলেন মিরন হায়দার। এই মিরন হায়দার আবার লালু প্রসাদ যাদবের রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি)-র দিল্লি যুব শাখারও প্রধান।

পুলিশ জানিয়েছে, গোটা ঘটনায় উস্কানি দেওয়ার জন্য হোয়াটসঅ্যাপের ব্যবহার করা হয়েছিল। উত্তরপ্রদেশ থেকে গুণ্ডাবাহিনী আনিয়ে জায়গা চিহ্নিত করে নিশানা বানিয়ে উদ্দেশ্যপ্রণোদিত ভাবেই অশান্তি তৈরি করা হয়েছিল উত্তর-পূর্ব দিল্লির বিভিন্ন এলাকায়।

উল্লেখ্য, চলতি বছর ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহে রণক্ষেত্র হয়ে উঠেছিল উত্তর-পূর্ব দিল্লির বিস্তীর্ণ এলাকা। সিএএ বিরোধী এবং সমর্থকদের সংঘর্ষে দিন পাঁচেক ধরে তাণ্ডব চলেছিল রাজধানী শহরের বুকে এই ঘটনায় একজন পুলিশ কনস্টেবল এবং একজন গোয়েন্দা অফিসার-সহ ৫৪ জনের মৃত্যু হয়েছিল। আহত হয়েছিলেন প্রায় ৩০০ মানুষ। মানুষের মৃত্যু এবং জখম হওয়ার পাশাপাশি পুড়েছিল অসংখ্য বাড়িঘর এবং দোকানপাট।

Leave a Reply

error: Content is protected !!