Wednesday, September 18, 2024
Latest Newsদেশফিচার নিউজ

করোনার মাঝেও জেলখানায় রয়েছেন বন্দিরা, মুক্তির দাবিতে সুপ্রিমকোর্টে যাচ্ছে জমিয়ত

ছবি : সংগৃহিত

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : করোনা মহামারি ভয়াবহতার দিক লক্ষ রেখে দেশের বিভিন্ন জেলে বন্দি ৭ বছরের কম বিচারাধীন বন্দিদের শর্তসাপেক্ষ জামিনের দাবিতে জমিয়ত উলামায়ে হিন্দ সুপ্রিমকোর্টের দ্বারস্থ হবে। শনিবার জমিয়তের পক্ষ থেকে এক বিবৃতি জারি করে বলা হয়েছে যে, গত ১৬ মার্চ সুপ্রিমকোর্ট দেশের প্রতিটি রাজ্য সরকারকে জেল বন্দিদের জামিন দেওয়ার ব্যাপারে একটি কমিটি গঠনের নির্দেশ দিয়েছিল। কিন্তু এ পর্যন্ত শীর্ষ আদালতের এই নির্দেশ বেশিরভাগ রাজ্য সরকারই আমল দেয়নি।

এনিয়ে জমিয়ত প্রধান মৌলানা আরশাদ মাদানি বলেন, কেন্দ্রীয় স্বাস্থমন্ত্রক সামাজিক দূরত্ব বজায় রাখার কথা বলছে করোনা মোকাবিলায়। অথচ, দেশের জেলখানাগুলিতে ঠাসাঠাসি করে বন্দি রয়েছেন। কিছু কিছু জেলখানায় ক্ষমতা ধারণের বেশি কয়েদিদের রাখা হয়েছে। এই সব জায়গায় সামাজিক দূরত্বের কোনও কিছুই মানা হচ্ছে না। জেলখানাগুলির এই ভয়াবহতার কথা ভেবেই সুপ্রিমকোর্ট রাজ্য সরকারগুলিকে উচ্চপর্যায়ের কমিটি গঠন করতে বলেছিল।

কিন্তু তাৎপর্যের বিষয়, সরকারগুলি আদালতের ওই নির্দেশ আজও আমলে নেয়নি। মৌলানা মাদানি মুম্বাইয়ে আর্থার রোডস্থিতি জেলখানা সম্পর্কে বলেন, জেলে বন্দি ও জেল স্টাফদের করোনা আক্রান্ত হওয়ার ঘটনায় বন্দিদের আত্মীয় পরিজনরা চিন্তিত হয়ে পড়েছেন। এই জেলখানায় বন্দি ও স্টাফ মিলিয়ে ১০৩ জনের শরীরে করোনা ভাইরাস পাওয়া গেছে। তিনি জানান, আর্থার রোডের এই জেলখানায় ৮০০ জন বন্দি থাকার কথা। বর্তমানে সেখানে রয়েছেন ২৬০০ জন বন্দি। মহারাষ্ট্র এ পর্যন্ত ৫৭৬ জন বন্দিকে মুক্তি দিয়েছে। যখন কিনা উচ্চপর্যায়ের কমিটি ১১,০০০ বন্দি কে মুক্তি দেওয়ার সুপারিশ করেছিল। আদালতের নির্দেশের অবমাননা নিয়ে জমিয়ত সোমবার সুপ্রিমকোর্টে মামলা দাখিল করবে বলে জানান মাদানি।

 

Support Free & Independent Journalism

Leave a Reply

error: Content is protected !!