দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : অযোধ্যা মামলার রায়ের বিরুদ্ধে সুপ্রিমকোর্টে একমাসের মধ্যে দাখিল করা হবে রিভিউ পিটিশন। রবিবারই একথা ঘোষণা করেছে সর্বভারতীয় মুসলিম পার্সোনাল ল’ বোর্ড। বোর্ডের এই সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছে জমিয়তে উলামায়ে হিন্দ।
জমিয়ত নেতা মৌলানা আরশাদ মাদানি সংবাদমাধ্যমকে বলেছেন, ‛আমরা জানি যে, পিটিশন দাখিল করলেই তা খারিজ করে দেওয়া হবে। কিন্তু তাও আমরা পিটিশন করব। এটা আমাদের অধিকার।’
ল’ বোর্ড জানিয়েছে, এমন অনেকে আছেন যাঁরা হয়তো মামলার অংশীদার ছিলেন না কিন্তু তাঁরা নানান ভাবে সাহায্য করেছেন। তাঁরা চাইছেন রিভিউ পিটিশন দাখিল করা হোক। জমিয়ত তাদের মধ্যে অন্যতম।
সব খবর পড়তে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন – এখানে ক্লিক করুন