দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : আজ জম্মু ও কাশ্মীরে ব্লক ডেভেলপমেন্ট কাউন্সিলের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। উপত্যকায় হরতাল ও থমথমে পরিবেশের মাঝেই এই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ব্লক ডেভেলপমেন্ট কাউন্সিলের চেয়ারম্যান পদের জন্য ৩১০টি কেন্দ্রে ১০৬৫ জন প্রার্থী ভোটে দাঁড়িয়েছেন। ভোটারের সংখ্যা ২৬ হাজার ৬২৯।
কড়া নিরাপত্তায় সকাল ন’টা থেকে দুপুর একটা পর্যন্ত চলে ভোটগ্রহণ। ভোটগণনার সময়েও নিরাপত্তার বলয় ছিল দৃঢ়। এদিকে ন্যাশনাল কনফারেন্স ও পিডিপি এই নির্বাচন বয়কট করেছে। নির্বাচন বয়কট করা বিরোধী দলগুলোর দাবি, কাশ্মীরের এই নির্বাচন সম্পূর্ণ ‘অগণতান্ত্রিক’। কারণ রাজ্যের অনেক নেতাকর্মীকে আটক করে রাখা হয়েছে। প্রচারেরই সুযোগ পাননি কেউ।
সব খবর পড়তে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন – এখানে ক্লিক করুন