দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: বিহারের আসন্ন বিধানসভা নির্বাচন ঘিরে প্রচার চলছে জোরকদমে। আর ভোটের আগে উত্তেজনা শুরু হল বিহারে। প্রচারে আসা জনতা দল রাষ্ট্রবাদী পার্টির প্রার্থীর প্রার্থীক নারায়ণ সিংকে গুলি করে হত্যা করল দুষ্কৃতীরা। শনিবার শেওহর জেলার হাথসার গ্রামে তাঁর উপরে গুলি চালানো হয়। পরে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁর মৃত্যু হয়। এখনও পর্যন্ত দু’জন সন্দেহভাজনকে গ্রেফাতার করেছে বিহার পুলিশ।
#UPDATE Bihar: Janta Dal Rashtrawadi Party's candidate for #BiharElections, Narayan Singh – who was shot at in Hathsar village of Sheohar district – succumbs to his injuries. Two of his attackers arrested and admitted to hospital after they were injured. https://t.co/2echQZYpk6 pic.twitter.com/CAegbE5id1
— ANI (@ANI) October 24, 2020
পূর্ণিয়া থানার কাছে নারায়ণ সিং নির্বাচনের প্রচারে এসেছিলেন। সেই সময় তাঁর কাছেই সমর্থক সেজে হাজির হয়ে যায় আততায়ীরা। জেলার পুলিশ আধিকারিক রাকেশ কুমার জানাচ্ছেন, ‘‘নির্বাচনী প্রচারের সময় ওই প্রার্থী ও তাঁর সমর্থকদের উপরে হামলা হয়। আততায়ীরা সমর্থক সেজে এসেছিল। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পালানোর চেষ্টা করায় দুই সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে। তদন্ত শুরু হয়েছে। প্রায় পাঁচ থেকে ছ’জন ওই গুলি চালানোর ঘটনায় যুক্ত ছিল বলে মনে করা হচ্ছে।’’