দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : অনন্তনাগের বিজবেহারার বাসিন্দা জাভেদ আহমেদ তাক। ১৯৯৭ সালে জঙ্গিদের এলোপাথাড়ি গুলি পিঠ ফুঁড়ে বেরিয়ে গিয়েছিল। ডাক্তাররা বলেছিলেন শিরদাঁড়া সোজা করে আর হাঁটতে পারবেন না জাভেদ। হুইলচেয়ারেই বন্দি হয়েছিল তরতাজা যুবকের স্বপ্ন।
তবে লক্ষ্য থেমে থাকেনি। নিজেই খুঁজে নিয়েছিলেন বাঁচার পথ। সমাজসেবাই এখন তাঁর নেশা। বাঁচার লক্ষ্যও। দৃষ্টান্তমূলক কাজের জন্য পদ্মশ্রী পেয়েছেন জাভেদ। অনন্তনাগ ও পুলওয়ামার প্রায় ৪০টি গ্রামে শারীরিক ও মানসিক প্রতিবন্ধী শিশুদের জীবনের আলো দেখান জাভেদ।
হিউম্যানিটি ওয়েলফেয়ার অর্গানাইজেশন নামে জাভেদের নিজের সংগঠন আছে। এই সংগঠনের সদস্যেরা উপত্যকার নানা প্রান্তে বিশেষভাবে সক্ষম শিশুদের মধ্যে শিক্ষার আলো জ্বালছেন বিগত কয়েক বছর ধরে। জাইবা আপ্পা নামে একটি স্কুলও তৈরি করেছেন জাভেদ। যদিও নিজেকে সমাজসেবী হিসেবে দেখতে রাজি নন জাভেদ।
আমাদের সব খবর পড়ুন এইবার মোবাইল অ্যাপে। ডাউনলোড করুন বাংলার সেরা নিউজ অ্যাপ
সব খবর পড়তে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন – এখানে ক্লিক করুন