Latest Newsদেশফিচার নিউজ

২৫ বছর ধরে বেওয়ারিশ দেহ সৎকার! পদ্মশ্রী পেলেন ফৈজাবাদের ‘চাচা’

ছবি : সংগৃহিত

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : বেওয়ারিশ দেহ, ক্ষতবিক্ষত লাশ, যার দাবিদার কেউ নয়, সেই দেহই পরম মমতায় সৎকার করে চলেছেন চাচা শরিফ। টানা ২৫ বছর ধরে কম করেও ২৫ হাজার মৃতদেহের শেষকৃত্য করেছেন চাচা। তাই তাঁকে বেছে নেওয়া হয়েছে পদ্মশ্রী পুরস্কারের জন্য।

ফৈজাবাদের চাচা শরিফকে এক কথায় চেনেন সকলে। আসল নাম মহম্মদ শরিফ, তবে ফৈজাবাদ ও আশপাশের এলাকার লোকজনের কাছে তিনি অতি আপন ‘চাচা।’ তিনি জাত-ধর্মের তোয়াক্কা করেননি কোনওদিন। যে দেহ সৎকারের জন্য নিয়ে যাচ্ছেন, তার ধর্ম কী, সেটা বড় নয় চাচার কাছে।

 

আমাদের সব খবর পড়ুন এইবার মোবাইল অ্যাপে। ডাউনলোড করুন বাংলার সেরা নিউজ অ্যাপ

সব খবর পড়তে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন – এখানে ক্লিক করুন

আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন

Leave a Reply

error: Content is protected !!