Thursday, February 6, 2025
Latest Newsফিচার নিউজবিনোদন

এবার কি জেলে যাওয়ার পথে কঙ্গনা? মানহানির মামলা ঠুকলেন জাভেদ আখতার

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: গীতিকার জাভেদ আখতারের সম্পর্কে কিছু ভিত্তিহীন মন্তব্য করেছিলেন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত যা প্রবীণ কবি ও গীতিকারের মর্যাদায় আঘাত করেছে। তার জেরে এবার কঙ্গনার বিরুদ্ধে এবারে মানহানির মামলা ঠুকলেন জাভেদ আখতার। কঙ্গনার বিরুদ্ধে অভিযোগ, একাধিক সাক্ষাৎকারে তিনি জাভেদ আখতারের সম্পর্কে ‘‌ভিত্তিহীন ও অপমানজনক’ মন্তব্য করেছেন। আর সহ্য না করতে পেরে স্থানীয় আদালতে ‘‌মনিকর্ণিকা’–এর বিরুদ্ধে মামলা দায়ের করেছেন প্রখ্যাত গীতিকার।‌

অভিযোগপত্রে আরও লেখা হয়েছে, কঙ্গনা সম্প্রতি জাভেদ আখতারের সম্পর্কে কিছু ভিত্তিহীন মন্তব্য করেছিলেন যা প্রবীণ কবি ও গীতিকারের মর্যাদায় আঘাত করেছে। জুন মাসে অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পরে বলিউডের গ্যাংয়ের কথা বলার সময়ে কঙ্গনা আখতারের নাম করেছিলেন।

এছাড়াও অভিনেতা হৃতিক রোশনের সঙ্গে তাঁর সম্পর্কের বিষয়ে মুখ না খোলার জন্য আখতার কঙ্গনাকে হুমকি দিয়েছিলেন বলেও দাবি করা হয়েছিল। কঙ্গনার এই সমস্ত বক্তব্য গীতিকারের ব্যক্তিত্বকে কলুষিত করেছে।

 

 

Leave a Reply

error: Content is protected !!