দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : বহু প্রতীক্ষিত এবং বহুল আলোচিত অযোধ্যা মামলায় রায় ঘোষণা করে দিয়েছে দেশের শীর্ষ আদালত। ‘রামলালা’র পক্ষে রায় দিয়ে ওই বিতর্কিত স্থানে মন্দির নির্মাণের জন্য ট্রাস্ট গড়ার নির্দেশ দিয়েছে আদালত। পাশাপাশি মসজিদ গড়ার জন্য উপযুক্ত কোনও জায়গায় ৫ একর জমি বরাদ্দের নির্দেশও দিয়েছে শীর্ষ আদালত।
আদালতের ঘোষণা অনুযায়ী মুসলিমরা মসজিদ তৈরির জন্য ৫ একর জমি পাবে। এহেন রায় ঘোষণার পর বিশিষ্ট লেখক জাভেদ আখতার ওই পাঁচ একর জমিতে মসজিদ তৈরির বদলে দাতব্য হাসপাতাল গড়ার পরামর্শ দিয়েছেন। জাভেদ আখতারের এই পরামর্শ সোশ্যাল মিডিয়াতে বেশ ভাইরালও হয়েছে। অনেকেই তাঁর প্রশংসা করেছেন।
সব খবর পড়তে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন – এখানে ক্লিক করুন