দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : বলিউড বাদশা শাহরুখ খানের ‘জওয়ান’ ভেঙে দিয়েছে সব রেকর্ড। বৃহস্পতিবার সিনেমাঘরে আসে এই সিনেমা। আর আসতেই হিট। শাহরুখ খানের এই সিনেমা হিন্দি সিনেমার বড় ওপেনিং-এর খেতাব জিতে নিয়েছে।
রিপোর্ট বলছে ‘জওয়ান’ প্রথম দিনে ভারতে সমস্ত ভাষা মিলিয়ে মোট ৭৫ কোটি নেট উপার্জন করেছে। ছবিটি হিন্দিতে উপার্জন করেছে ৬৫ কোটি, তামিলে ৫ কোটি, তেলেগুতেও ৫ কোটি । এর আগে শাহরুখ খানের পাঠানই ছিল সর্বোচ্চ উপার্জিত হিন্দি ছবি। ভারতের বাজার থেকে সেই ছবির আয় ছিল ৫৪ কোটির কাছাকাছি।
‛জওয়ান’ মোটেই মাথা মুণ্ডুহীন মারপিটের ছবি নয়। বরং এই সিনেমার রয়েছে, একটি বিশেষ রাজনৈতিক বার্তা। সিনেমায় সরকারের উদাসীনতা, দুর্নীতি, কৃষকদের আত্মহত্যা, ভঙ্গুর স্বাস্থ্যসেবা, ত্রুটিপূর্ণ সেনাবাহিনীর অস্ত্র এবং আবাসিক এলাকার কাছাকাছি বিপজ্জনক কারখানার মতো বিষয়গুলিকে নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। যা মনে ধরেছে আমজনতার।