Thursday, November 21, 2024
Latest Newsদেশফিচার নিউজ

বিহারের পর এবার মণিপুর, বিজেপির সরকার ফেলতে কোমর বাঁধছে নীতিশের দল? কী বলছে অঙ্ক

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: বিজেপির এনডিএ জোট থেকে বেরিয়ে এসে আরজেডি, কংগ্রেসের সঙ্গে মিলে বিহারে সরকার গঠন করেছে জেডিইউ। এদিকে মণিপুরেও বিজেপির সঙ্গে জোট বেঁধে ডেজিইউ সরকারে ছিল। সেই রাজ্যে জেডিইউ এখন তৃতীয় বৃহত্তম দল। এই আবহে তাঁরা সরকারের থেকে নিজেদের সমর্থন প্রত্যাহারের প্রক্রিয়া সম্পন্ন করছে বলে জানা গিয়েছে।

মণিপুরে বিজেপি সর্ববৃৎ দল। তাদের ঝুলিতে ৩২ আসন রয়েছে। এদিকে জেডিইউ-র ঝুলিতে ৬টি আসন রয়েছে। পাটনায় আগামী ৩ থেকে ৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে জেডিইউ-র জাতীয় এক্সিকিউটিভের বৈঠক। সেখানে উপস্থিত থাকবেন মণিপুর জেডিইউ-র নেতৃত্ব। দলের সব বিধায়করাও সেখানে উপস্থিত থাকবেন। এদিকে জেডিইউ আনুষ্ঠানিক ভাবে বিজেপির সরকারের থেকে সমর্থন প্রত্যাহার করলে এন বীরেণ সিংয়ের সরকারের কাছে ৪৯ বিধায়কের সমর্থন থাকবে। সরকার বাঁচাতে তা যথেষ্ঠ।

তবে এরই মধ্যে মণিপুর বিজেপিতে ভাঙন ধরাতে শুরু করেছে জেডিইউ। প্রাক্তন বিজেপি মণিপুর কার্যনির্বাহী সদস্য এবং নিমাইচাঁদ লুওয়াং সোমবার নিজের সমর্থকদের নিয়ে ইম্ফল অফিসে জেডিইউ-তে যোগ দিয়েছেন। যার পর কাঁপন ধরেছে পদ্ম শিবিরে। সরকার বাঁচাতে তাই তৎপরতা শুরু করেছে মোদীর দল।

 

Leave a Reply

error: Content is protected !!