নিজস্ব সংবাদদাতা, দৈনিক সমাচার, কলকাতা : জামাআতে ইসলামী হিন্দের পশ্চিমবঙ্গ শাখার উদ্যোগে কলকাতার মাওলানা আব্দুল ফাত্তাহ অডিটোরিয়ামে শহরের চিকিৎসকদের নিয়ে কোভিড-১৯ পরিস্থিতির উপরে একটি গেট টুগেদার অনুষ্ঠিত হয়েছে। গেট টুগেদারে সভাপতিত্ব করেন জামাআতে ইসলামী হিন্দের পশ্চিমবঙ্গ শাখার রাজ্য সভাপতি মাওলানা আব্দুর রফিক। গেট টুগেদারে জামাআতে ইসলামি হিন্দের পক্ষ থেকে কোভিড -১৯ পরিস্থিতি ও করণীয় বিষয়ে আলোচনা রাখেন সাবেক রাজ্য সভাপতি রহমত আলী খান, রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য শাদাব মাসুম, সুজাউদ্দিন আহমেদ প্রমূখ। আজকের এই গেট টুগেদারে উপস্থিত ছিলেন কলকাতা শহরের বিভিন্ন হাসপাতালের নিযুক্ত বিশিষ্ট চিকিৎসকগণ।
গেট টুগেদারে রাজ্য সভাপতি মাওলানা আব্দুর রফিক বলেন, বর্তমান করোনা পরিস্থিতিতে জামআতে ইসলামী হিন্দ সর্ব স্তরের করোনা আক্রান্ত মানুষদের জন্য নিরলস কাজ চালিয়ে যাচ্ছে। দেশের বিভিন্ন জায়গায় মতও পশ্চিমবঙ্গের বহু জায়গায় আমরা বিভিন্ন পরিষেবা দেওয়ার চেষ্টা করছি। তিনি উল্লেখ করেন, কলকাতা শহরে অক্সিজেনের চাহিদার কথা মাথায় রেখে জামাআত গত প্রায় ১ বছর থেকে বিনামূল্যে আক্রান্তদের জন্য অক্সিজেনের যোগান দিচ্ছে। কিন্তু বর্তমান পরিস্থিতিতে করোনা সংক্রমনের প্রকোপ এতটাই বেশি যে, অক্সিজেন নেওয়ার জন্য প্রতিদিন কমপক্ষে ৫০০ এর অধিক ফোন আসছে জামাআত দফতরে। এমন সংকটময় অবস্থায় আপনাদের উত্তম পরামর্শ ও আরো কিভাবে কার্যকর ভূমিকা আমরা পালন করতে পারি তার প্রচেষ্টার জন্যই আজকের গেট টুগেদার।
মাওলানা আব্দুর রফিক আরও জানান, এই মুহূর্তে রাজ্যের কোভিড-১৯ পরিস্থিতি গুরুতর হয়ে উঠছে। কলকাতা, উত্তর ২৪ পরগনার অবস্থাও ভয়াবহ। রাজ্যের বিভিন্ন জেলাগুলিতে গত বছরের তুলনায় সংক্রমনের হার অনেক বেশি। এই মুহূর্তে রাজ্যের চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৬৮,৭৯৮ জন। রাজ্যের সবকটি সরকারি ও বেসরকারি হাসপাতাল মিলিয়ে এই মুহূর্তের গুরুতর কোভিড রোগীদের জন্য নির্ধারিত আইসিইউ বা এইচডিইউ শয্যা মেরেকেটে আর কয়েকশো পড়ে আছে। এই অবস্থায় জামাআতে ইসলামী হিন্দ কোয়ারেন্টাইন সেন্টার করারও পরিকল্পনা নিয়েছে। গেট টুগেদারে উপস্থিত বিভিন্ন চিকিৎসক গণ জামাআতের কাজের ভূয়সী প্রশংসা করেন। সর্বতোভাবে জামাআতের কাজে সহযোগিতার আশ্বাস দেন। গেট-টুগেদার শেষে ইফতারের আয়োজন করা হয়। ইফতারের মাধ্যমে গেট টুগেদার সমাপ্ত হয়।