নিজস্ব সংবাদদাতা, দৈনিক সমাচার, কলকাতা : জামাআতে ইসলামি হিন্দ সারা ভারতবর্ষ জুড়ে ত্রাণের কাজ করছে। পশ্চিমবঙ্গ শাখাও জোরদার ভাবে ত্রাণের কাজ পরিচালনা করছে। প্রথম ও দ্বিতীয় দফার লকডাউনে জামাআতের পশ্চিমবঙ্গ শাখা রাজ্য জুড়ে ১ কোটি ৪০ লক্ষ টাকার মতো ত্রাণের কাজ করেছে। যাতে প্রায় ৩৫ হাজারেরও বেশি পরিবারের পাশে দাঁড়ানো হয়েছে। ৩০ হাজার পরিবারের হাতে রেশন কিট পৌঁছানো হয়েছে। ২৫৬৪টি পরিবারকে আর্থিক ভাবে সাহায্য করা হয়েছে। ১ হাজারেরও বেশি মানুষের মধ্যে স্বাস্থ্য সম্মত মাস্ক বিতরণ করা হয়েছে।
তৃতীয় দফার লকডাউনেও একই ভাবে ত্রাণের কাজ অব্যাহত রয়েছে। কলকাতা, হাওড়া, মালদা, মুর্শিদাবাদ, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হুগলি, পূর্ব মেদিনীপুর, নদীয়া, কোচবিহার, বীরভূম, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, পশ্চিম বর্ধমান সহ ১৮ টি জেলায় অব্যাহত ভাবে ত্রাণের কাজ চলছে। খাদ্য সামগ্রীর পাশাপাশি ওষুধপত্র সহ অত্যাবশকীয় সামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে। মূলত শ্রমিক, দিন মজুর, দিন আনে দিন খায় এই সমস্ত অসহায় ও দুঃস্থ পরিবারের কাছে পৌঁছানো হয়েছে। বিভিন্ন স্থানে স্থানীয় প্রশাসনের সাথে সমন্নয় রেখেও ত্রাণের কাজ করা হচ্ছে।
Support Free & Independent Journalism