সামাউল্লাহ মল্লিক, দৈনিক সমাচার, নয়াদিল্লি : জামাআতে ইসলামি হিন্দের সর্বভারতীয় সভাপতি (আমীরে জামাআত) হিসেবে পুনরায় নির্বাচিত হয়েছেন সাইয়েদ সাদাতুল্লাহ হুসাইনি। ২০২৩-২৭ সেশনের জন্য তাঁকে সর্বভারতীয় আমীর হিসেবে বেছে নেওয়া হয়েছে।
শুধু তাই নয়, জামাআতে ইসলামির ছাত্র সংগঠন স্টুডেন্টস ইসলামিক অর্গানাইজেশন অফ ইন্ডিয়ার (এসআইও) চিফ প্যাট্রন হিসেবেও তিনি সম্মানিত হবেন। উল্লেখ্য, জামাআতের আমীরকেই মূলত এসআইও-র চিফ প্যাট্রন বলা হয়ে থাকে।
সাইয়েদ সাদাতুল্লাহ হুসাইনির জন্ম ১৯৭৩ সালে। তিনি ইংরেজি এবং উর্দুতে ২০০-র অধিক আর্টিকেলের পাশাপাশি প্রায় ১৫টি বইও লিখেছেন। এর আগে তিনি জামাআতের ভাইস প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছিলেন। ছাত্র জীবনে তিনি এসআইও-র কেন্দ্রীয় সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছিলেন।