নিজস্ব সংবাদদাতা, দৈনিক সমাচার, কলকাতা : করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ও লকডাউনের ফলে রাজ্যের কোটি কোটি মানুষ গৃহবন্দি হয়ে পড়েছেন। আর্থিকভাবে দুর্বল শ্রেণীর মানুষ বিশেষত দিনমজুর, শ্রমিক, কৃষক, দিন আনে দিন খায়, বৃদ্ধ, বিধবা, ইয়াতীম, নারী ও শিশু আর্থিক ও খাদ্য সংকটের সম্মুখীন হয়েছে। এই অবস্থায় এই সমস্ত অভাবগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে জামাআতে ইসলামি হিন্দ। জামাআতের উদ্যোগে ইতিমধ্যে কোলকাতা সহ রাজ্যের বিভিন্ন জায়গায় রিলিফ বা ত্রাণের কাজ শুরু করা হয়েছে। অভাবগ্রস্ত মানুষদের বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হচ্ছে খাদ্য দ্রব্য। স্বাস্থ্য সচেতনতা ও সরকারি নির্দেশিকা যাতে সকলেই মেনে চলেন সেই বিষয়েও জামাআত প্রচারণা শুরু করেছে।
এই অবস্থায় ত্রাণের কাজকে আরো বেশি জোরদার করার জন্য রিলিফের আবেদন জানিয়েছেন জামাআতে ইসলামি হিন্দের পশ্চিমবঙ্গ শাখার সভাপতি মাওলানা আব্দুর রফিক। তিনি এক বিবৃতিতে জানান, পূর্বের ন্যায় এই সংকটময় মুহুর্তে জামাআতে ইসলামী হিন্দ অভাবগ্রস্ত মানুষদের পাশে দাঁড়িয়েছে। তিনি আরও বলেন, জামাআতে ইসলামী হিন্দ পশ্চিমবঙ্গ শাখা তার সমস্ত কর্মীদেরকে সাংগঠনিক সমস্ত শক্তি কাজে লাগিয়ে ঝাঁপিয়ে পড়ার নির্দেশ প্রদান করেছে। মাওলানা আব্দুর রফিক জামাআতের ত্রাণ কাজে সহযোগিতা করা জন্য সমস্ত সহৃদয় ব্যক্তির কাছে আবেদন জানিয়েছেন।
অনুদান পাঠাতে পারেন –