নিজস্ব সংবাদদাতা, দৈনিক সমাচার, বড় ফিঙ্গা : রক্তের অভাবে আজও কত প্রাণ ঝরে যায় অকাতরে। প্রতিনিয়তই দেখা যায় থ্যালাসেমিয়া, ক্যান্সার ও দুরারোগ্য ব্যাধিতে আক্রান্তদের জীবন রক্তের অভাবে দুর্বিসহ হয়ে ওঠে। তাই এই রক্তের সংকট মোচনে মানবতার কল্যানে এক রক্তদান শিবিরের আয়োজন করল এসআইও বড় ফিঙ্গা ইউনিট ও জামাআতে ইসলামী হিন্দ, বড় ফিঙ্গা হালকা।
উক্ত রক্তদান শিবিরের উদ্বোধন করেন, জামাআতে ইসলামী হিন্দের জেলা সভাপতি মাও: রফিকুল ইসলাম। উপস্থিত ছিলেন এসআইও-র রাজ্য সম্পাদক ইমরান আলী, জেলা সভাপতি মুস্তাফিজুর রহমান, আঞ্চলিক নাজিম মাহবুব হোসেন প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন উত্তর দম দম পৌরসভার চেয়ারম্যান সুবোধ চক্রবর্তী ও ৩ নং ওয়ার্ডের আডমিনিষ্ট্রেটর দেবাষীস ঘোষ।
উল্লেখ্য, প্রতিষ্ঠালগ্ন থেকেই ভারত বর্ষের সর্ববৃহৎ ছাত্র সংগঠন হিসাবে এসআইও বিভিন্ন সমাজকল্যান মূলক কর্মসূচির আঞ্জাম দিয়ে চলেছে। তারই অংশ হিসাবে আজকের এই প্রোগ্রাম। উক্ত প্রোগ্রামে প্রায় ৪০ জন রক্তদাতা রক্তদান করেন।