নিজস্ব সংবাদদাতা, দৈনিক সমাচার, সামসেরগঞ্জ : গত শুক্রবার ভোরে উত্তরপ্রদেশের আউড়িয়া জেলায় লরির ধাক্কায় ২৪ জন পরিযায়ী শ্রমিক নিহত হয়েছেন। নিহতদের মধ্যে রয়েছেন মুর্শিদাবাদের সামসেরগঞ্জের সূলিতলা গ্রামের জালাল উদ্দিন। আজকে জামাআতে ইসলামি হিন্দের পক্ষ থেকে এক প্রতিনিধি দল মৃত জলাউদ্দিনের পরিবারের সাথে সাক্ষাৎ করে সমবেদনা প্রকাশ করেছে। প্রতিনিধি দলে ছিলেন জামাআতে ইসলামি হিন্দের রাজ্য সম্পাদক মসিউর রহমান, মুর্শিদাবাদ জেলার সহ সভাপতি আব্দুল্লাহিল কাফি, সূলিতলা শাখার দায়িত্বশীল ডাঃ অলিউল ইসলাম প্রমুখ।
এদিন জামাআতের পক্ষ থেকে পরিবারের সকলের সার্বিক খোঁজ খবর নেওয়া হয়। সেই সঙ্গে প্রয়োজনীয় খাদ্যদ্রব্য পরিবারের হাতে তুলে দেওয়া হয়। কিছু আর্থিক সাহায্যও জামাআতের পক্ষ থেকে করা হয়েছে। সহ সভাপতি আব্দুল্লাহিল কাফি জানিয়েছেন, জামাআতের পক্ষ থেকে পরবর্তীতেও সার্বিক ভাবে সহযোগিতার হাত বাড়ানো হবে। মৃতের স্ত্রী সহ এক পুত্র ও এক মেয়ে রেখে গেছেন। মৃতদেহ রাস্তায় আছে গ্রামে পৌঁছলেই শেষকৃত্যের ব্যবস্থা করা হবে বলে জানান জামাআতের স্থানীয় দায়িত্বশীল ডাঃ অলিউল ইসলাম।