নিজস্ব সংবাদদাতা, দৈনিক সমাচার, কলকাতা : নাগরিকত্ব আইন ও এনআরসির বিরোধিতায় দেশজুড়ে জনসংযোগের কাজ করে চলেছে জামাআতে ইসলামী হিন্দ। দেশের বিভিন্ন রাজ্যে ক্ষমতায় থাকা অবিজেপি মুখ্যমন্ত্রী তথা সরকারি আমলাদের কাছে নাগরিকত্ব আইন সমর্থন না করার আহ্বান জানিয়েছে জামাআত। এইবার জামাআতের পশ্চিমবঙ্গ শাখার এক প্রতিনিধি দল প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র ও কংগ্রেস সাংসদ প্রদীপ মিত্র এর সাথে সাক্ষাৎ করেছেন।
আমাদের সব খবর পড়ুন এইবার মোবাইল অ্যাপে। ডাউনলোড করুন বাংলার সেরা নিউজ অ্যাপ
এই সাক্ষাতে জামাআতের পক্ষ থেকে জাতীয় কংগ্রেস ও কংগ্রেস শাসিত রাজ্য সরকারগুলি যাতে এনপিআর, সিএএ এবং এনআরসির বিরোধীতা করে সেই দাবি জানানো হয়। প্রতিনিধি দলে ছিলেন জামাআতের রাজ্য সভাপতি মাওলানা আব্দুর রফিক, রাজ্য সেক্রেটারি মসিউর রহমান, রাজ্য মিডিয়া সেক্রেটারি মশিহুর রহমান, রাজ্য দাওয়াহ সেক্রেটারি সাদাব মাসুম, আব্দুস সামাদ, সুজাউদ্দিন প্রমুখ।
সব খবর পড়তে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন – এখানে ক্লিক করুন