Friday, November 22, 2024
Latest Newsফিচার নিউজরাজ্য

হুগলির তেলিনি পাড়ায় দাঙ্গায় ক্ষতিগ্রস্ত হিন্দু-মুসলিম উভয় সম্প্রদায়কে আর্থিক সহায়তা জামাআতের

নিজস্ব সংবাদদাতা, দৈনিক সমাচার, হুগলি : হুগলি জেলার ভদ্রেশ্বর থানার তেলিনি পাড়া সহ বেশ কিছু এলাকায় সাম্প্রদায়িক দাঙ্গা ঘটে। জামাআতে ইসলামি হিন্দ পশ্চিমবঙ্গ শাখা ইতিপূর্বে সাম্প্রদায়িক দাঙ্গা প্রশমনে, দোষীদের উপযুক্ত শাস্তির দাবিতে প্রশাসনিক ও পুলিশের কর্তাব্যক্তিদের কাছে একাধিকবার সাক্ষাৎ করে লিখিত দাবি জানিয়েছিল। সেইসঙ্গে ভদ্রেশ্বরে শান্তি প্রতিষ্ঠা ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করার ক্ষেত্রেও জামাআত বেশকিছু পদক্ষেপ গ্রহণ করে।

উল্লেখ্য জামাআত ক্ষতিগ্রস্তদের পাশে দাড়ানোর ক্ষেত্রে ত্রাণের কাজ করে চলেছে। এর আগে রিলিফ ক্যাম্প গুলিতে জামাআত ক্ষতিগ্রস্তদের রেশন কিট, খাদ্য সামগ্রী, প্রয়োজনীয় ওষুধ পত্র এবং সর্বশেষ পোশাক-পরিচ্ছদ সহ বিভিন্ন দ্রব্যাদি তুলে দিয়েছে। আজ জামাআতে ইসলামি হিন্দের পশ্চিমবঙ্গ শাখার পক্ষ থেকে দাঙ্গায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন মানুষের বাড়ি ঘর মেরামতির জন্য আর্থিক সাহায্য তুলে দেয়া হয়।

এদিনের সাহায্য প্রদানের সময়ে উপস্থিত ছিলেন জামাআতে ইসলামি হিন্দের পশ্চিমবঙ্গ শাখার রাজ্য সভাপতি মাওলানা আব্দুর রফিক, ভদ্রেশ্বর থানার ইনচার্জ বিশ্বজিৎ পাল, রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য সাদাব মাসুম, হিউম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের রাজ্য কো-অর্ডিনেটর মাসুদ আলম, রাজ্য জনসংযোগ বিভাগের সহকারী সম্পাদক সুজাউদ্দিন আহমেদ, রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য মুস্তাক আহমেদ হুগলি জেলা জামাআতের সভাপতি সাইফুল্লাহ সাহেব সাহেব প্রমুখ। ক্ষতিগ্রস্ত প্রায় ৫০ টি পরিবারের হাতে আর্থিক সাহায্য প্রদান করা হয়।

 

আরও খবরাখবর পেতে যোগ দিন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রূপে

Leave a Reply

error: Content is protected !!