দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : বৃহস্পতিবার ১০ অক্টোবর থেকেই জম্মু-কাশ্মীরে যেতে পারবেন পর্যটকরা। গত আগস্টে সন্ত্রাসী হামলার আশঙ্কায় জম্মু ও কাশ্মীরের পর্যটকদের রাজ্য ত্যাগ করতে বলা হয়েছিল। এরপর জল গড়িয়েছে অনেক দূর।
কেন্দ্র জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহার করে এটিকে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে বিভক্ত করার প্রস্তুতি নিয়েছে। ওই ঘটনার দুই মাসেরও বেশি সময় পর, বৃহস্পতিবার এই সমস্ত নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে বলে জানিয়েছে কেন্দ্র।
জম্মু ও কাশ্মীরের চিফ সেক্রেটারি এবং অ্যাডভাইসরদের সঙ্গে নিরাপত্তা সংক্রান্ত বৈঠক সেরেছেন কাশ্মীরের রাজ্যপাল সত্যপাল মালিক। এরপরেই এই সিদ্ধান্ত জানিয়েছেন রাজ্যপাল।