দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : ছাত্র আন্দোলনে উত্তাল দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়। অবস্থা বেগতিক দেখে অবশেষে পিছু হঠল জেএনইউ কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের তরফে আর সুব্রহ্মণম ট্যুইট করে জানিয়েছেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ফি কমানোর সিদ্ধান্ত নিয়েছে। আর্থিকভাবে পিছিয়ে পড়া ছাত্র-ছাত্রীদের জন্য বিশেষ প্রকল্প হাতে নেওয়া হবে বলেও জানিয়েছে কতৃপক্ষ।
যদিও আন্দোলনকারীরা এই সিদ্ধান্তকে আইওয়াশ বলে কটাক্ষ করেছেন। তাঁদের বক্তব্য, যতক্ষণ না পুরো ফি কমানো হবে ততক্ষণ আন্দোলন চলবে। উল্লেখ্য, ফি বৃদ্ধির বিরুদ্ধে গত কয়েকদিন ধরেই আন্দোলন চলছে জেএনইউতে। ছাত্রদের দমাতে ক্যাম্পাসে পুলিশও ঢুকেছে। তবু দাবি থেকে সরেনি ছাত্র-ছাত্রীরা। ছাত্র সংসদের প্রতিনিধিদের অভিযোগ, প্রান্তিক অংশের ছাত্র-ছাত্রীরা যাতে পড়তে না পারে, সে কারণেই ৪০ শতাংশ ফি বাড়ানোর এই সিদ্ধান্ত।
সব খবর পড়তে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন – এখানে ক্লিক করুন