Friday, November 22, 2024
Latest Newsআন্তর্জাতিকফিচার নিউজ

“নতুন প্রজন্মকে যুদ্ধে পাঠাব না” – আফগান যুদ্ধ শেষে ঐতিহাসিক ঘোষণা বাইডেনের

আমেরিকা, ০১ সেপ্টেম্বর: নির্ধারিত সময়ের আগেই আফগানিস্তান ছেড়েছে আমেরিকার সেনা। এর সঙ্গে অবসান ঘটেছে ২০ বছরের দীর্ঘ যুদ্ধের। আর সেই উপলক্ষে মার্কিন নাগরিকদের উদ্দেশে বক্তব্য পেশ করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এদিন বাইডেন ঘোষণা করেছেন, পরবর্তী প্রজন্মকে যুদ্ধে পাঠাব না।

মার্কিন নাদরিকদের উদ্দেশে বার্তা দিতে গিয়ে বাইডেন বলেন, ‛আফগানিস্তানে যুদ্ধ এবার শেষ হয়েছে। আমি মনে করি এটা একদম সঠিক ও সেরা সিদ্ধান্ত। আমি চতুর্থ মার্কিন প্রেসিডেন্ট যে কি না এই বিষয়টির সঙ্গে মুখোমুখি হয়েছে। কীভাবে যুদ্ধ শেষ হবে, সেই বিষয়ে সিদ্ধান্ত নিতে হয়েছে আমাকে। আমি আমেরিকাবাসীকে প্রতিশ্রুতি দিয়েছিলাম, এই যুদ্ধ আমি শেষ করব। আমি সেই প্রতিশ্রুতিকে সম্মান জানিয়েছি।’

তিনি বলেন, ‛নতুন প্রজন্মের ছেলে-মেয়েদের আর যুদ্ধে পাঠাতে চাই না আমি। অন্য দেশগুলিকে নতুন করে গড়ার চেষ্টায় সেনা অভিযানের যুগ শেষ হল। বিগত দুই দশকে ৮ লক্ষ মার্কিন নাগরিক আফগানিস্তানে থেকেছেন। মোট ২০ লক্ষ ৭৪৪ জন মানুষ এই সময়কালে আহত হয়েছেন। ২ হাজার ৪৬১ জন সেনা সদস্য মারা গিয়েছেন। এর মধ্যে শুধুমাত্র গত সপ্তাহেই ১৩ জনের মৃত্যু হয়েছে। আফগানিস্তানে আরও একটা দশক যুদ্ধ হোক, এতে আমি আর রাজি নই।’

 

Leave a Reply

error: Content is protected !!