দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : কোনও বিতর্কিত মামলায় পুলিশ ভুল খবর প্রকাশ করলে মিডিয়া সঠিক খবর সবার সামনে তুলে ধরে, এটাই গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ মিডিয়ার আসল কাজ। কয়েক বছর আগে পর্যন্তও মিডিয়া এই কাজ যথাযথভাবে পালন করে আসছিল। কিন্তু সময়ের সাথে সবকিছুরই বদল ঘটেছে।
বর্তমানে মিডিয়া দেদার গুজব খবর ছড়াচ্ছে আর পুলিশ যাচাই করছে তার আসল ঘটনা।
এখন মিডিয়াকে বন্ধুর বদলে বড় শত্রু হিসেবে দেখা শুরু করেছে জনগন। এটা ভীষন লজ্জাজনক ব্যাপার। যখন গোটা দেশ সংকটের মধ্যে রয়েছে, তখন এই মিডিয়া হিন্দু-মুসলমানের মাঝে বিভেদ লাগাতে উঠে পড়ে লেগেছে। যা দেশের পক্ষে গুলিহীন বন্দুকে রূপান্তরিত হয়েছে।
অতি দ্রুততার সঙ্গে আপনার কাছে খবর পৌঁছে দেওয়ার সময়েও আমরা খবরের সত্যাসত্য সম্পর্কে সচেতন। সেই জন্যই যে কোনও ‘খবর’ পাওয়ার পর, তার সম্পর্কে নিশ্চিত হয়ে তবেই আমরা তা প্রকাশ করি। ফেক নিউজ বা ভুয়ো খবরের রমরমার সময়ে এটা আরও বেশি জরুরি হয়ে উঠেছে।
আমাদের খবরাখবর ভালো লাগলে আমাদের ফেসবুক পেজ লাইক করে পাশে থাকুন