দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : অবশেষে জামিন পেলেন প্রশান্ত কানোজিয়া। তাঁকে জামিন দিয়েছে এলাহাবাদ হাইকোর্ট। অ্যাক্টিভিস্ট এবং ফ্রিল্যান্স সাংবাদিক প্রশান্ত কানোজিয়া, প্রায়শই সোশ্যাল মিডিয়া পোস্ট এবং মন্তব্যের কারণে আলোচনায় থাকেন, তাঁকে গত আগস্টে গ্রেফতার করেছিল উত্তরপ্রদেশ পুলিশ। রাম মন্দির সম্পর্কিত একটি পোস্টের জন্য প্রশান্তকে গ্রেফতার করা হয়েছিল।
সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে সমাজকে বর্ণ, ধর্ম ও শ্রেণিতে বিভক্ত করার অভিযোগ করা হয় তাঁর বিরুদ্ধে। প্রথমে কানোজিয়ার বিরুদ্ধে একটি এফআইআর দায়ের করা হয়েছিল। এরপর লখনউয়ের হযরতগঞ্জ পুলিশ শান্তি ব্যবস্থার অবনতির ভয়ে আইটি আইন সহ বিভিন্ন ধারায় তাঁর বিরুদ্ধে মামলা করে। প্রশান্ত তার নিয়মিত মন্তব্যের কারণে শিরোনামে থাকেন। এর আগে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সহ একাধিক নেতার বিরুদ্ধেও মন্তব্য করেছেন প্রশান্ত।
গত বছর যোগী আদিত্যনাথের বিরুদ্ধে মন্তব্য করায় প্রায় ১১ দিন তাঁকে জেল হেফাজতে থাকতে হয়েছিল। সেসময় এই সাংবাদিক সহ আরও কয়েকজনকে গ্রেফতার করা হয়েছিল। তাঁদের বিরুদ্ধে অভিযোগ তাঁরা সোশ্যাল মিডিয়ায় এমন পোস্ট করেছেন যা উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের পক্ষে অসম্মানজনক। এরপর আদালতের দ্বারস্থ হন তাঁর স্ত্রী। সেই মামলার শুনানিতে সুপ্রিমকোর্টের বিচারপতিরা বলেন, সাধারণত এ ধরনের ঘটনায় আমরা হস্তক্ষেপ করি না। কিন্তু একজন মানুষকে এই কারণে ১১ দিন জেলে রাখা যায় না।‘
সাংবাদিক প্রশান্ত কানোজিয়াকে গ্রেফতারের ঘটনায় সর্বোচ্চ আদালতের প্রশ্নের মুখে পড়েছিল উত্তরপ্রদেশ পুলিশ। বিচারপতিরা স্পষ্ট জানান কারও ‘অসম্মান’ করা খুন করার সামিল নয়। তখন উত্তরপ্রদেশের এই সাংবাদিক সহ আরও কয়েকজনকে গ্রেফতার করা হয়। তাঁদের বিরুদ্ধে অভিযোগ তাঁরা সোশ্যাল মিডিয়ায় এমন পোস্ট করেছেন যা উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের পক্ষে অসম্মানজনক। এরপর আদালতের দ্বারস্থ হন তাঁর স্ত্রী। সেই মামলার শুনানিতে সুপ্রিমকোর্টের বিচারপতিরা বলেন, সাধারণত এ ধরনের ঘটনায় আমরা হস্তক্ষেপ করি না। কিন্তু একজন মানুষকে এই কারণে ১১ দিন জেলে রাখা যায় না।’