Thursday, September 19, 2024
Latest Newsদেশফিচার নিউজ

গুজরাত সরকারকে ‛ধমক’ দিয়ে বিপাকে বিচারপতি! বেঞ্চ থেকে সরিয়ে দিল সুপ্রিমকোর্ট

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : গুজরাতের বিজেপি সরকারের করােনা মােকাবিলার কড়া সমালােচনা করেছিলেন গুজরাত হাইকোর্টের বিচারপতি জে বি পরদীবালা ও বিচারপতি ইলেশ জে ভােরা। আহমেদাবাদের সিভিল হাসপাতালকে ‘অন্ধকূপ’ বলেছিলেন। তার পরেই পাল্টে গেল বেঞ্চের গঠন।

কাল সুপ্রিমকোর্টে পরিযায়ী শ্রমিকদের নিয়ে মামলায় সলিসিটর জেনারেল তুষার মেহতা মন্তব্য করেন, কিছু হাইকোর্ট সমান্তরাল সরকার চালাচ্ছে। আর গুজরাতের হাইকোর্টের প্রধান বিচারপতি বিক্রম নাথ নির্দেশ দেন, নতুন ভাবে ওই বেঞ্চ গঠন হবে। বিচারপতি পরদীবালা তাঁর সঙ্গে বেঞ্চে বসবেন। বিচারপতি ভােরা বসবেন বিচারপতি আর এম ছায়ার সঙ্গে।

আহমেদাবাদে করােনায় মৃত্যুর সংখ্যা ও হাসপাতালের দুরবস্থা নিয়ে বিচারপতি পরদীবালা ও বিচারপতি ভােরার বেঞ্চ রাজ্যের উপ-মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী নিতিন পটেলের কড়া সমালােচনা করেছিল। গতকাল সুপ্রিমকোর্টে সরকারের সমালােচকদের ‘হতাশার দূত’ আখ্যা দেন সলিসিটর জেনারেল।

কংগ্রেস মনে করাচ্ছে, দিল্লির হিংসায় উস্কানির জন্য বিজেপি নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়ার পরেই দিল্লি হাইকোর্টের বিচারপতি এস মুরলীধরকে বদলি করে দেওয়া হয়েছিল।

বেঞ্চে বদলের পরেও অবশ্য স্বস্তি মেলেনি। সংক্রমণের সংখ্যা কমিয়ে দেখাতে আহমেদাবাদে করােনা-পরীক্ষার জন্য সরকারি অনুমতি দেওয়া হচ্ছে না বলে অভিযােগ উঠেছিল। আজ প্রধান বিচারপতি নাথ ও বিচারপতি পরদীবালার বেঞ্চ নির্দেশ দিয়েছে, সরকারি অনুমতির প্রয়ােজন নেই।

 

আরও খবরাখবর পেতে যোগ দিন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রূপে

Leave a Reply

error: Content is protected !!