Friday, November 22, 2024
Latest Newsদেশফিচার নিউজ

শুধুই প্রতিশ্রুতির বন‍্যা! মোদী সরকারের আমলে একেবারে তলানীতে কেন্দ্রীয় সরকারি চাকরিতে নিয়োগ

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: নিয়োগের ভরপুর প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। তাও কেন্দ্রীয় সরকারি চাকরিতে গত তিন বছরে সর্বনিম্ন পর্যায়ে নেমেছে নিয়োগের সংখ্যা। গত অর্থবর্ষে পড়েছে রাজ্য সরকারি চাকরিতে নিয়োগও।

করোনা পরিস্থিতিতে শুধু বেসরকারি নয়। কমেছে সরকারি চাকরিতে নিয়োগও। কেন্দ্র ও রাজ্য সরকারি চাকরিতে গত তিন বছরে সর্বনিম্ন পর্যায়ে নেমেছে নিয়োগের সংখ্যা। ২০২০-২১ অর্থবর্ষে কেন্দ্র সরকার প্রায় ২৭% কম কর্মী নিয়োগ করেছে। অন্যদিকে দেশের সব রাজ্য মিলিয়ে গড়ে ২১% কম নিয়োগ হয়েছে রাজ্য সরকারি চাকরিতে।

২০১৯-২০ অর্থবর্ষে কেন্দ্রীয় সরকার প্রায় ১ লক্ষ ১৯ হাজার কর্মী নিয়োগ করে। ২০২০-২১ সালে তা কমে দাঁড়ায় ৮৭,৪২৩-এ। অন্যদিকে ২০১৯-২০ অর্থবর্ষে রাজ্য সরকারগুলি মোট ৩,৮৯,০৫২ জন নিয়োগ করে। ২০২০-২১ সালে তা নেমে দাঁড়ায় ১,০৭,০০০-এ।

ন্যাশানাল পেনশন সিস্টেমের তথ্যানুযায়ী ২০১৭-১৮ অর্থবর্ষে গড়ে মাসে ১১ হাজার কর্মী নিয়োগ করে কেন্দ্রীয় সরকার। ২০২০-২১-এ তা গিয়ে দাঁড়ায় ৭,২৮৫-এ।
স্পষ্টতই করোনা পরিস্থিতিরই প্রভাবে থমকে গিয়েছে নতুন কর্মী নিয়োগ। অনেক কেন্দ্রীয় সরকারি চাকরির পরীক্ষা মাঝপথেই থমকে আছে। অনেকক্ষেত্রে পিছিয়ে দেওয়া হয়েছে পরীক্ষার তারিখ। করোনা পরিস্থিতি ঠিক না হওয়া পর্যন্ত নতুন তারিখেরও ঘোষণা করতে পারছে না কেন্দ্র বা রাজ্য সরকারগুলি।

Leave a Reply

error: Content is protected !!