Friday, November 22, 2024
Latest Newsফিচার নিউজরাজ্য

শুধুই প্রতিশ্রুতির বন্যা, কাজ হবে তো? এবার সুন্দরবনে এইমস তৈরির প্রতিশ্রুতি অমিতের

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: বাংলার ভোট উপলক্ষ্যে বিজেপি ইস্তেহারে একের পর এক প্রতিশ্রুতি দিতেই চলেছে। প্রতিশ্রুতির বন্যা বইছে, কিন্তু প্রশ্ন উঠছে সেই প্রতিশ্রুতি পালন করবে তো বিজেপি। কারণ এর আগে কেন্দ্রের বিজেপি সরকার এবং বিজেপি শাসিত রাজ্য সরকার গুলো যেসব প্রতিশ্রুতি দিয়েছিল তার সিকিভাগও পালন করেনি। খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ১৫ লাখ করে টাকা দেওয়ার ঘোষণা করেছিলেন। কিন্তু আজ পর্যন্ত সেই টাকা কোনও দেশবাসী পাননি। আবার নয়া প্রতিশ্রুতি দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

সুন্দরবনকে আলাদা জেলা করার ঘোষণা করেছেন অমিত শাহ। তিনি বলেন, ‘‌বিজেপি ক্ষমতায় এলে সুন্দরবনকে আলাদা জেলা করা হবে। সারা বিশ্বের পর্যটকদের আকর্ষণ করতে সুন্দরবনের উন্নয়ন হবে। মৎস্যজীবীদের ৩ লক্ষ টাকার বিমা দেওয়া হবে। ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র তৈরি করা হবে। ঘরে ঘরে বিদ্যুৎ, বাথরুম, গ্যাস পৌঁছনোর ব্যবস্থা করা হয়েছে। কিন্তু দিদি ২৮২ প্রতিশ্রুতি দিয়েছিলেন, তার মধ্যে ৮২টাও পূরণ করেননি। দিদি জবাব দিন। জবাব তো উনি দিতে পারবেন না। তাই আপনার ভোট বাক্সে তার জবাব দিয়ে দেবেন।’‌

গোসাবার মঞ্চ থেকে সুন্দরবনের মন জিততে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘‌ক্ষমতায় এলে ১ বছরের মধ্যে সুন্দরবনকে জেলা ঘোষণা করে তৈরি হবে এইমস। চিকিৎসার জন্য আর কলকাতায় ছুটতে হবে না। মৎস্যজীবীদের এবং সুন্দরবনের উন্নয়নের জন্য সুন্দরবন ডেভেলপমেন্ট বোর্ড তৈরি করা হবে। বাঘ সংরক্ষণেও আলাদা উদ্যোগ নেওয়া হবে। নেতাজি সুভাষচন্দ্র বসু যে বাংলায় ইংরেজদের পিছু হঠতে বাধ্য করেছিলেন, সেই বাংলা আজ তোলাবাজির বাংলায় পরিণত হয়েছে। এই গোসাবা বিধানসভা কলকাতার কাছাকাছি হলেও এখনও সেভাবে উন্নয়ন হয়নি।’‌

 

Leave a Reply

error: Content is protected !!