দৈনিক সমাচার ডিজিটাল ডেস্ক : শনিবার প্রকাশিত হওয়া এনআরসি তালিকায় নাম আসেনি রাষ্ট্রপতি পদকপ্রাপ্ত অসমের প্রাক্তণ সেনা কর্মী মুহাম্মাদ সানাউল্লাহর। গত মে মাসে ফরেনার্স ট্রাইবুনালের রায়ে গ্রেফতার হন কার্গিল যুদ্ধে লড়াই করা সানাউল্লাহ। ১২ দিন তাঁকে আটকে রাখা হয়। পরে গুয়াহাটি হাইকোর্টের রায়ে ছাড়া পান তিনি। মামলাটি নিয়ে আদালতে এখনও লড়াই করছেন তিনি।
আদালতে মামলা চলায় বর্তমান এনআরসি তালিকায় সানাউল্লাহর নাম নথিভুক্ত হয়নি। গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘যেহেতু আমার মামলাটি এখনও হাইকোর্টে বকেয়া রয়েছে, সেজন্য আমি আশা করিনি যে, আমার নাম তালিকায় থাকবে।’ বিচারব্যবস্থার প্রতি তাঁর পূর্ণ বিশ্বাস রয়েছে, সেজন্য তিনি সুবিচার পেতে আত্মবিশ্বাসী বলেও মুহাম্মাদ সানাউল্লাহ মন্তব্য করেন।