Monday, December 23, 2024
Latest Newsখেলাফিচার নিউজ

ববিতা, আপনি সেই মুসলমানদের খারাপ বলছেন যাঁরা আপনার জয়ে আনন্দ করেছিল : জ্বালা গুট্টা

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : দেশের জন্য পদক জয় করে দেশের নাম উজ্জ্বল করা ববিতা ফোগাট বিজেপিতে যোগ দেওয়ার পর থেকে দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি ক্ষুন্ন করার চেষ্টা করে যাচ্ছেন। তিনি ট্যুইটারে মুসলমানদের বিরুদ্ধে লাগাতার উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন। এইবার তিনি জামাতকে করোনার থেকেও বড় সমস্যা বলে দেগে দিয়েছেন। যার পর সোশ্যাল মিডিয়ায় তাঁকে নিয়ে তীব্র সমালোচনা শুরু হয়েছে।

এইবার ববিতার ঘৃণ্য মন্তব্যের বিরুদ্ধে সরব হলেন অর্জুন পুরস্কারপ্রাপ্ত মহিলা ব্যাডমিন্টন তারকা জ্বালা গুট্টা। তিনি ববিতাকে তাঁর বিদ্বেষী ট্যুইট মুছে ফেলার আবেদন করেছেন। জ্বালা নিজের ট্যুইটে লিখেছেন, ‛দুঃখিত ববিতা, আমার মনে হয় না যে এই ভাইরাস কোনও জাতি বা ধর্মের দিকে দেখে। আমি আপনাকে আপনার মন্তব্য প্রত্যাহারের অনুরোধ করছি। আমরা ক্রীড়া ব্যক্তিত্ব, যাঁরা আমাদের মহান দেশের প্রতিনিধিত্ব করছি, যা ধর্মনিরপেক্ষ এবং সুন্দর। যখন আমরা জিতে আসি, প্রত্যেকেই আমাদের জয়কে তাঁদের বিজয় হিসেবে উদযাপন করে।’

নিজের ট্যুইটের মাধ্যমে জ্বালা মুসলিমদেরও বোঝাতে চেয়েছেন, যারা ববিতার জয়ে পুরো দেশের সঙ্গে আনন্দ করেছিল। উল্লেখ্য, ববিতা তাঁর ট্যুইটে জামাতকে করোনার চেয়েও বড় সমস্যা বলে তোপ দেগেছিলেন। তিনি লিখেছিলেন, ‛করোনা ভাইরাস ভারতের দ্বিতীয় বৃহত্তম সমস্যা। জাহিল জামাতি এখনও রয়েছে এক নম্বরে।’

 

অতি দ্রুততার সঙ্গে আপনার কাছে খবর পৌঁছে দেওয়ার সময়েও আমরা খবরের সত্যাসত্য সম্পর্কে সচেতন। সেই জন্যই যে কোনও ‘খবর’ পাওয়ার পর, তার সম্পর্কে নিশ্চিত হয়ে তবেই আমরা তা প্রকাশ করি। ফেক নিউজ বা ভুয়ো খবরের রমরমার সময়ে এটা আরও বেশি জরুরি হয়ে উঠেছে।

আমাদের খবরাখবর ভালো লাগলে আমাদের ফেসবুক পেজ লাইক করে পাশে থাকুন

Leave a Reply

error: Content is protected !!