Friday, November 22, 2024
Latest Newsদেশফিচার নিউজ

সিএএ-বিরোধী মিছিল থেকে বিতর্কিত মন্তব্য, ফের গ্রেফতার ডাঃ কাফিল খান

নিজস্ব চিত্র

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : নাগরিকত্ব আইনের বিরোধিতায় আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের এক সভায় আপত্তিজনক মন্তব্য করার অভিযোগ ওঠে চিকিত্‍‌সক কাফিল খানের বিরুদ্ধে, তদন্তে নামে পুলিশ। বুধবার উত্তরপ্রদেশ পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্স তাঁকে গ্রেফতার করেছে। ১৩ ডিসেম্বর উত্তরপ্রদেশের সিভিল লাইন্স থানায় ডাক্তার কাফিল খানের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১৫৩-এ (ধর্মের ভিত্তিতে বিভিন্ন গোষ্ঠীর মধ্যে শত্রুতা বৃদ্ধিতে প্ররোচিত করা) ধারায় একটি এফআইআর দায়ের হয়।

এর আগে ২০১৭ সালে উত্তরপ্রদেশের গোরক্ষপুরের বিআরডি হাসপাতালে ৬০জনেরও বেশি শিশুমৃত্যুর জেরে, শিরোনামে এসেছিলেন কাফিল খান। অক্সিজেনের অভাবেই ওই ঘটনা ঘটেছে বলে অভিযোগ ওঠে সেই সময়। দায় চাপিয়ে তখনও তাঁকে গ্রেফতার করে উত্তরপ্রদেশ এসটিএফ ৷ পরে যদিও তাঁকে ক্লিনচিট দেয় উত্তরপ্রদেশ সরকার। এবার ডঃ কাফিল খানকে গ্রেফতার করা হল উস্কানিমূলক মন্তব্য করার অভিযোগে।

 

আমাদের সব খবর পড়ুন এইবার মোবাইল অ্যাপে। ডাউনলোড করুন বাংলার সেরা নিউজ অ্যাপ

সব খবর পড়তে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন – এখানে ক্লিক করুন

আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন

Leave a Reply

error: Content is protected !!