Wednesday, March 12, 2025
Latest Newsদেশফিচার নিউজ

বাঁধভাঙা খুশি! মায়ের বুকে ফিরলেন ডাঃ কাফিল খান

সামাউল্লাহ মল্লিক, দৈনিক সমাচার, লখনউ : এ যেন শান্তির নীড়ে ফেরা! দীর্ঘ হাজতবাসের পর মায়ের বুকে ফিরলেন ডাঃ কাফিল খান। মঙ্গলবার গভীর রাতে জেল থেকে ছাড়া পেয়েছিলেন কাফিল। সেদিন সকালেই ডাঃ কাফিল খানকে বেআইনিভাবে আটকে রাখা হয়েছে বলে মন্তব্য করে ইলাহাবাদ হাইকোর্ট।

এরপরই আদালত নির্দেশ দেয়, কাফিল খানকে অবিলম্বে মুক্তি দিতে হবে। সেই সঙ্গে তাঁর বিরুদ্ধে জাতীয় নিরাপত্তা আইন (ন্যাশনাল সিকিউরিটি অ্যাক্ট বা এনএসএ)-র ধারা প্রত্যাহারেরও নির্দেশ দেয় আদালত।

মুক্তির একদিনের মাথায় নিজের পরিবারের কাছে ফিরেছেন ডাঃ কাফিল খান। মা নুজহাত পারভীন ও স্ত্রী সাবিস্তা খানের সঙ্গে তাঁর সাক্ষাতের হৃদয়বিদারক দৃশ্য ধরা পড়েছে দৈনিক সমাচারের ক্যামেরায়। ছবিতে দেখা যাচ্ছে মায়ের আলিঙ্গনে আবদ্ধ ডাঃ কাফিল খান।

 

Leave a Reply

error: Content is protected !!