দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : মথুরা জেল কর্তৃপক্ষের বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ আনলেন ডাঃ কাফিল খানের স্ত্রী শাবিস্তা খান। তাঁর অভিযোগ, জেলের ভিতরে সুরক্ষিত নন কাফিল খান। খুন হতে পারেন যে কোনও দিন। তাঁকে ঠিকমতো খাবারও খেতে দেওয়া হচ্ছে না।
সিএএ-র বিরুদ্ধে বক্তব্য দেওয়ার গত ২৯ জানুয়ারি মুম্বই থেকে গ্রেফতার করা হয়েছিল কাফিল খানকে। পরে জামিন মিললেও উত্তরপ্রদেশ পুলিশ জানায়, জাতীয় নিরাপত্তা আইনে অনির্দিষ্টকালের জন্য জেলবন্দি থাকতে হবে কাফিলকে। তারপর থেকে মথুরা জেলেই বন্দি তিনি।
মিডিয়ার সামনে কাফিলের স্ত্রী শাবিস্তা বলেছেন, শেষ যখন স্বামীকে দেখতে জেলে যান, তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। চোখে-মুখে আতঙ্কের ছাপ ছিল। অসুস্থও ছিলেন। কাফিলই তাঁকে জানান যে জেলে তাঁকে ঠিকমতো খেতে দেওয়া হচ্ছে না। মানসিক চাপ দেওয়া হচ্ছে।
পশ্চিমবঙ্গ, কলকাতা, রাজনীতি, ব্যবসা, প্রযুক্তি, বলিউড ও ক্রিকেটের সকল বাংলা খবর পড়তে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube ও জয়েন করুন WhatsApp Group এবং ডাউনলোড করুন আমাদের News Apps