নিজস্ব সংবাদদাতা, দৈনিক সমাচার, নয়াদিল্লি : ‛তারিখ পে তারিখ’। ডাঃ কাফিল খানের শুনানিতে মুক্তির বদলে বারবার শুধু নতুন তারিখ শোনাচ্ছে এলাহাবাদ হাইকোর্ট। আজ ৫ আগস্ট শুনানি হওয়ার কথা ছিল কাফিল খানের, আজও নতুন একটি তারিখ শুনিয়ে দিয়েছে আদালত। আদালতের পক্ষ থেকে পরবর্তী শুনানি ১৯ আগস্ট হবে বলে জানানো হয়েছে।
আজ আদালতে নতুন তারিখ পাওয়ার পরই সুপ্রিমকোর্টের দ্বারস্থ হয়েছেন কাফিলের মা নুজহাত পারভিন। উত্তরপ্রদেশের যোগী সরকারের বিরুদ্ধে তিনি সুপ্রিমকোর্টে মামলা দায়ের করেছেন। কাফিল খানের দাদা আদিল খান দৈনিক সমাচারকে জানিয়েছেন, সুপ্রিমকোর্টের আইনজীবী ইন্দ্র জায়সিং ও ফুজায়েল আইয়ুবী তাঁদের হয়ে শীর্ষ আদালতে এই মামলা লড়বেন।