দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : লকডাউনের ঘোষণা নিয়ে মোদী সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন মধ্যপ্রদেশের সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী কমলনাথ। ওই কংগ্রেস নেতা বলেন, মধ্যপ্রদেশ দখল করার জন্যই লকডাউন করতে দেরি করেছে কেন্দ্রীয় সরকার। কমলনাথের এই মন্তব্য নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে।
রবিবার সাংবাদিক বৈঠক করে তিনি বলেন, ‘আমি ২০ মার্চ ইস্তফা দিয়েছিলাম, কিন্তু লকডাউন ঘোষণা করা হল ২৩ মার্চ, মুখ্যমন্ত্রী হিসাবে শিবরাজ সিংহ চৌহান শপথ গ্রহণ করার পর।’ কমলনাথ বলেন, ‘আমরা ৮ মার্চ শপিং মল, স্কুল বন্ধ করার নির্দেশ দিয়েছিলাম। তখন কোনও লকডাউন ছিল না।’
তিনি আরও যোগ করেন, ‛রাহুল গান্ধী ফেব্রুয়ারি মাসেই সতর্ক করে দিয়েছিলেন, করোনা ভাইরাসের জেরে বড় সমস্যা তৈরি হতে পারে। কিন্তু তখনও কিছু করাই হয়নি। করোনা আতঙ্কে অনেক রাজ্যের বিধানসভার অধিবেশন মুলতুবি হলেও সংসদ তখনও চলছিল, যাতে আমাদের সরকারের পতন নিশ্চিত করা যায়।’