Thursday, March 13, 2025
Latest Newsদেশফিচার নিউজ

দয়া করে মোদিজীকে উৎখাত করা হোক : কঙ্গনা

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : ট্যুইটারে ট্রেন্ডিং হ্যাশট্যাগ রিজাইন নরেন্দ্র মোদি। সেই প্রসঙ্গে একবার সুর চড়ালেন কঙ্গনা রানাউত। ঝাঁঝালো সুরে টুইটে তাঁকে বলতে শোনা গেল, “নরেন্দ্র মোদিকে সরিয়ে এই সব ট্রোলিং করা মানুষদের বিষ্ণু অবতারকে প্রধানমন্ত্রী করা হোক।”

রোজই পাল্লা গিয়ে বেড়ে চলেছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। এই পরিস্থিতিতে ট্যুইটারে ট্রেন্ডিং হ্যাশট্যাগ রিজাইন নরেন্দ্র মোদি। অনেকেই ট্রোল করছেন ভারতের প্রধানমন্ত্রীকে নিয়ে। আর এবার সেই ট্রোলিংয়েরই কড়া সমালোচনা করলেন কঙ্গনা।

ট্যুইটারে পোস্ট করে কঙ্গনা লেখেন, “মোদিজি দেশকে নেতৃত্ব দিতে জানেন না। কঙ্গনা রানাউত অভিনয় করতে জানে না। সচিন তেন্ডুলকর ব্যাট করতে জানেন না। আর লতাজী গান করতে জানেন না। কিন্তু এই ট্রোল করা মানুষেরা তো সবই জানেন। দয়া করে মোদিজীকে উৎখাত করা হোক আর এই ট্রোলিং করা মানুষদের বিষ্ণু অবতারকে ভারতের আগামী প্রধানমন্ত্রী করা হোক।”

 

Leave a Reply

error: Content is protected !!