Friday, March 14, 2025
Latest Newsদেশফিচার নিউজ

ফের আইনি বিপাকে কঙ্গনা, এবার মানহানির মামলা ঠুকলেন কৃষক আন্দোলনের ‘দাদি’

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: কিছুদিন থেকে বিতর্কিত মন্তব্য করে বার বার খবরের শিরোনামে থাকছেন বিজেপির পোষ্টার গার্ল কঙ্গনা রানাউত। একারণে একাধিকবার আদালতের দরজাও মাড়াতে হয়েছে তাকে। গত ২৭ নভেম্বর কৃষক আন্দোলনের অন্যতম মুখ মহিন্দ্র কউরকে ‘শাহিনবাগ দাদি’ বিলকিস বানোর সঙ্গে গুলিয়ে ফেলেন কঙ্গনা। দুই বৃদ্ধার পাশাপাশি ছবি পোস্ট করে টুইটে অভিনেত্রী মন্তব্য করে বসেন, ‘একে ১০০ টাকায় পাওয়া যায়।’ এবার সেই ঘটনায় কঙ্গনার বিরুদ্ধে মানহানির মামলা ঠুকলেন মাহিন্দর কউর। পঞ্জাবের ভাতিন্ডা আদালতে কঙ্গনার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৪৯৯ এবং ৫০০ ধারায় মামলা দায়ের করেছেন বছর ৭৩এর দাদি মাহিন্দর কউর। আগামী ১১ জানুয়ারি এই মামলার শুনানির দিন ধার্য করা হয়েছে।

তিনি তাঁর অভিযোগপত্রে লিখেছেন, “এই জাতীয় মন্তব্য করে, অভিনেত্রী আমার খ্যাতি এবং প্রতিপত্তি হ্রাস করেছেন। মিথ্যা টুইটের কারণে, আমি আমার পরিবারের সদস্য, আত্মীয়স্বজন, প্রতিবেশী, গ্রামবাসী এবং সাধারণ মানুষের চোখে ছোট হয়েছি। যা আমার মানসিক চাপ, যন্ত্রণা, হয়রানির, অপমানের কারণ।”

 

Leave a Reply

error: Content is protected !!