দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : বিহারের বেথিয়া জেলায় নাগরিকত্ব আইন বিরোধী মিছিল থেকে পুলিশ তুলে নিয়ে গেল সিপিআইয়ের নেতা ও জেএনইউয়ের প্রাক্তন ছাত্র সভাপতি কানহাইয়া কুমারকে। কানহাইয়া সহ আরও অনেককে হেপাজতে রাখা হয়েছে।
বৃহস্পতিবার ‘সংবিধান বাঁচাও–নাগরিকতা বাঁচাও’ পথসভার নেতৃত্ব দিচ্ছিল প্রাক্তন ছাত্রনেতা। এদিন জন–গণ–মন যাত্রা শুরু হওয়ার আগে গ্রেফতার করা হয়েছে। এই পথসভা পশ্চিমী চম্পারণের গান্ধীজির আশ্রম থেকে শুরু হয়ে ২৯ ফেব্রুয়ারি পাটনার গান্ধী ময়দান পর্যন্ত হওয়ার কথা।
কানহাইয়াকে গ্রেফতারের প্রতিবাদে চম্পারণের গান্ধী আশ্রমের বাইরে শান্তিপূর্ণ ধর্না শুরু করেছেন আন্দোলনকারীরা। এদিন সিএএ ও এনপিআরের বিরোধিতা করে গান্ধী ময়দানে মহাসভার আয়োজন করা হয়েছিল। সেখানে কানহাইয়ার বক্তৃতা দেওয়ার কথা ছিল।
আমাদের সব খবর পড়ুন এইবার মোবাইল অ্যাপে। ডাউনলোড করুন বাংলার সেরা নিউজ অ্যাপ
সব খবর পড়তে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন – এখানে ক্লিক করুন
আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন