নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর: তরুণ সিপিআই নেতা কানহাইয়া কুমার। দক্ষতা আছে মানুষকে আকৃষ্ট করার। দাপুটে এই সিপিআই নেতার হাত শিবিরে যোগদান নিয়ে কয়েকদিন ধরেই জল্পনা চলছে। জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের সভাপতি থাকাকালীন তার নেতৃত্বে একাধিক প্রতিবাদ আন্দোলন সংগঠিত হয়েছে। কানহাইয়ার ঘনিষ্ঠ মহলের সূত্রে খবর, সিপিআই – এ আর মানিয়ে নিতে পারছেন না এই তরুণ সিপিআই নেতা। মঙ্গলবার তিনি রাহুল গান্ধীর সঙ্গে দেখা করেন। কানহাইয়ার কংগ্ৰেসে যোগ নিয়েই দুজনের মধ্যে আলোচনা হয় বলে জানা গিয়েছে।
এ প্রসঙ্গে সিপিআই এর সাধারণ সম্পাদক ডি রাজা বলেন , ‛আমি এ ব্যপারে কিছু বলতে পারব না। একটি জল্পনা রটেছে মাত্র। এটুকু বলতে পারি, কানহাইয়া চলতি মাসের শুরুতেই দলীয় বৈঠকে যোগ দিয়েছিলেন। দলের অন্য কর্মসূচিতেও যোগ দিয়েছিলেন। পার্টির নেতাদের সঙ্গেও তার যোগাযোগ রয়েছে। কংগ্রেসের এক শীর্ষ নেতা সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন, বিহার নির্বাচনের পর থেকেই কানহাইয়ার সঙ্গে এ বিষয়ে কথা চলছে। কিন্তু কিছু কারণ বশত ভালো ফল পাওয়া যাচ্ছিনা।
কংগ্ৰেস সূত্রে খবর, বিহারে কানহাইয়াকে ব্যবহার করতে চাইছে দল। গত বিধানসভা নির্বাচনে জোট সঙ্গী রাষ্ট্রীয় জনতা দলের তুলনায় অনেক খারাপ ফল করেছে কংগ্ৰেস। কানহাইয়া সেখানকার ভূমিপুত্র। তাই এই তরুণ দাপুটে নেতাকে কাজে লাগাতে চাইছে কংগ্ৰেস। এখন দেখার বিষয় কানহাইয়া কংগ্ৰেসে যোগ দেন কিনা।